24 hours Cycling: ঝগড়া করে মায়ের নামে নালিশ করতে দিদার বাড়ি যেতে গিয়ে বিপত্তি বালকের! ২৪ ঘণ্টা সাইকেলিংয়ের পর যা ঘটল

ছেলের রাগ আর জেদ থেকে স্তম্ভিত নেটপাড়া! মায়ের সঙ্গে ঝগড়া করে শেষে দিদার কাছে নালিশ করতে গিয়ে ২৪ ঘণ্টা ধরে সাইকেল চালিয়ে ফেলল এক ১১ বছর বয়সী বালক। মায়ের ওপর তার এতই রাগ যে নালিশ ঠুকতে শেষে দিদার বাড়ি সাইকেল চালিয়ে চলে গেল সে! এই তথ্য জানিয়েছে, চিনের এক সোশ্য়াল ওয়েবসাইটে এই খবর উঠে এসেছে।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর খবর অনুযায়ী, ২৪ ঘণ্টা ধরে সাইকেল চালিয়ে দিদার কাছে পৌঁছতে চায় ওই বালক। লক্ষ্য ছিল মায়ের নামে নালিশ। ১৩০ কিলোমিটার টানা সাইকেল চালিয়ে তবে সে গন্তব্যে পৌঁছয়। এমন বালকের রাগ, জেদ, ঝগড়ার মনোভাব নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। চিনের এক স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, একটি টানেলে ওই বালককে একা পড়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে পথচলতি মানুষ তাকে উদ্ধার করে। তারপরই ওই বালক সম্পর্কে জানা যায়। এরপর সেখানে আসে পুলিশ। তারা জেরা করতেি ১১ বছরের বালক উগরে দেয় মনের কথা। তারপরই ওই বালককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

( ব্রিজ ভাঙার ৫ মাস পর BJP শাসিত মোরবি পুরসভা নিয়ে চরম পদক্ষেপ গুজরাট সরকারের)

জানা গিয়েছে, মায়ের সঙ্গে ঝগড়া করে ওই বালক খুব মনকষ্টে ছিল। তারপরই এমন এক পদক্ষেপ করে ফেলে সে। ১১ বছর বয়সী ওই বালক রাস্তায় সাইকেল চালানোর সময়, মোবাইলে ম্যাপ দেখে এগিয়ে যেতে থাকলেও বহুবার ভুল রাস্তা ও সড়ক দিয়ে চলতে শুরু করে। গোটা রাস্তা ২৪ ঘণ্টা ধরে পাউরুটি খেয়ে কাটিয়ে দিয়েছে ওই বালক। যেখানে তার দিদার বাড়ি ১ ঘণ্টার রাস্তা, সেখানে ২৪ ঘণ্টা সাইকেলিং করে শেষে সে খান্ত হয়েছে। শেষে ক্লান্ত অবস্থায় সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup