CSK Vs RR Probable XI: Chennai Super Kings To Play Against Rajasthan Royals Get To Know Probable XI At MA Chidambaram Stadium

IPL 2023: বুধবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (CSK vs RR) ম্যাচে যে দলই জিতবে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে উঠে আসবে।


চেন্নাই: দুই দলই চলতি আইপিএলে (IPL 2023) তিনটি ম্যাচ খেলে ২টি করে ম্যাচে জিতেছে। দুই দলেরই ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। আজ বুধবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (CSK vs RR) ম্যাচে যে দলই জিতবে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে উঠে আসবে।

এই ম্যাচে প্রথম একাদশ নির্বাচন নিয়ে নানারকম কাঁটাছেঁড়া চলছে দুই দলেই। বিশেষ করে আগের ম্যাচে অজিঙ্ক রাহানের ম্যাচ জেতানো ইনিংসের পর একাদশ বাছা নিয়ে ধন্দে মহেন্দ্র সিংহ ধোনিরা।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে এমনিতেই দুরকম দল বেছে রাখা হচ্ছে। টসের পর শুরুতে ব্যাটিং করলে একরকম একাদশ। প্রথমে ফিল্ডিং করলে আর একরকম একাদশ। সিএসকে বনাম রাজস্থান ম্যাচের প্রথম একাদশ কীরকম হতে পারে, দেখে নেওয়া যাক।                                                   

-html-content”>সম্ভাব্য দল:

চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করলে

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিংহ ও তুষার দেশপাণ্ডে।

চেন্নাই সুপার কিংস প্রথমে ফিল্ডিং করলে

রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা/মহেশ তিকশানা, সিমরজিৎ সিংহ ও তুষার দেশপাণ্ডে।

সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার

সিসান্দা মাগালা বা অম্বাতি রায়ডু/অজিঙ্ক রাহানে।

রাজস্থান রয়্য়ালস প্রথমে ব্যাটিং করলে

যশস্বী জয়সবাল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, আর অশ্বিন, এম অশ্বিন, ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান রয়্য়ালস প্রথমে ফিল্ডিং করলে

যশস্বী জয়সবাল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আর অশ্বিন, এম অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল ও সন্দীপ শর্মা/কেএম আসিফ।

সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার

ধ্রুব জুরেল বা কোনও ভারতীয় পেসার।

 

 


আরও পড়ুন: ভারতীয় পেসাররা এনসিএ-র স্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারেন! চাহারদের চোট দেখে ক্ষুব্ধ শাস্ত্রী