North Korea: দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবার ফোন সংযোগ ছিন্ন করল উত্তর কোরিয়া, কিমের স্টান্স নিয়ে জল্পনা

রণকৌশল আরও আটোসাঁটো করছে উত্তর কোরিয়া! এবার তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্ত ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিল। আপাতত আরও ‘বাস্তব ও আক্রমণাত্মক’ পদ্ধতিতে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ডাক দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন। ক্রমাগত কিমের দেশ নতুন নতুন অস্ত্র পরীক্ষা করছে। যা কার্যত রণ হুঙ্কারের প্রচ্ছন্ন বার্তা বলেই মনে করছেন অনেকে। এদিকে, দক্ষিণ কোরিয়াকে ‘বিশ্বাসঘাতক পুতুল’ বলে আখ্যা দিয়ে কিম পরোক্ষে ফের একবার আমেরিকাকে টার্গেট করেছেন।

যেহেতু দক্ষিণ কোরিয়া, আমেরিকার সঙ্গে সেনা মহড়ায় যোগ দিয়েছে, তাই উত্তর কোরিয়ার ক্ষোভ ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। মনে করা হচ্ছে, আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিনি সখ্যতা সহ্য করতে না পেরে কিমের দেশ ছিন্ন করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফোন সংযোগ। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রক জানিয়েছে, সোমবার পর্যন্ত টানা ৪ দিন তারা উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সাধারণ এই ফোন দুই কোরিয়ার মধ্যে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার মধ্যে হয় শুধুমাত্র সপ্তাহের ৫ দিন। দক্ষিণ কোরিয়া মনে করছে, পিয়ংইয়ং সার্বিকভাবে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ফোন মারফৎ। দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক মুখপাত্র কু বিয়ং স্যাম বলছেন, ২০২১ সালের অক্টোবর মাসের পর এই প্রথম ইন্টার কোরিয়ান মিলিটারি লাইনসের সংযোগ বিচ্ছিন্ন হল একের বেশি দিনের জন্য। তবে বহু কূটনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, এই ঘটনা দুই দেশের মধ্যে খুব একটা বেশি অস্থিরতা তৈরি করবে না। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার সেনা মহড়াতেই নতুন করে কিম জংয়ের উত্তর কোরিয়া চটে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

( ব্রিজ ভাঙার ৫ মাস পর BJP শাসিত মোরবি পুরসভা নিয়ে চরম পদক্ষেপ গুজরাট সরকারের)

( স্কুলে রয়েছে বম্ব, হুমকি দিয়ে ইমেল আসতেই খালি করা হল বিল্ডিং, চাঞ্চল্য রাজধানীতে)

উল্লেখ্য, চলতি মাসের প্রথমেই দক্ষিণ কোরিয়া,  জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের এক যৌথ সেনা মহড়া আয়োজিত হয়। এদিকে, তারপরই দক্ষিণ কোরিয়াকে আমেরিকার ‘ পুতুল রাষ্ট্র’ বলে আখ্যা দিয়ে নতুন কূটনৈতিক ঝড় তোলে উত্তর কোরিয়া। আপাতত কিমের চোখ কোনদিকে, তা নিয়ে উদ্বেগে কূটনৈতিক মহল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup