Morbi Bridge: ব্রিজ ভাঙার ৫ মাস পর বিজেপি শাসিত মোরবি পুরসভা মুলতুবি গুজরাটের পদ্ম শিবিরের সরকারের

গুজরাটে মোরবি ব্রিজ ভেঙে পড়ে শতাধিক জনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছিল গত বছর। গুজরাটে বিধানসভা ভোটের আগে এই ঘটনা ঘিরে তৎকালীন বিজেপি সরকারের প্রশাসন নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠেছিল মোরবিতে বিজেপির পুরসভার প্রশাসনিক কাজকর্ম নিয়েও। এরপর ভোট হয়েছে, সরকারে ফের এসেছে বিজেপি। এরপর, মোরবি দুর্ঘটনার ৫ মাস বাদে, গুজরাটের ভূপেন্দ্র প্যাটেলের বিজেপি সরকার এবার প্রশ্ন তুলল মোরবির বিজেপি শাসিত পুরসভার কাজ নিয়ে। সদ্য মোরবি পুরসভাকে মুলতুবি করেছে সেরাজ্যের বিজেপি শাসিত সরকার।

২০২২ সালের ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে ১৩৫ জনের মৃত্যুর ঘটনা উঠে আসে। এরপর মঙ্গলবার বিকেলে গুজরাটের মোরবির পুরসভা মুলতুবি করে দিল গুজরাটের বিজেপি সরকার। এর আগে, গত ডিসেম্বর মাসে গুজরাট হাইকোর্ট মোরবি ব্রিজ ভাঙা ইস্যুতে সুয়োমোটো পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপরই গুজরাটের বিজেপি সরকার মোরবির বিজেপি শাসিত পুরসভাকে একটি শোকজ নোটিস পাঠায়। সেখানে জানতে চাওয়া হয়, এই পুরসভাতে দায়িত্ব থেকে অব্যহতি কেন দেওয়া হবে না, যেখানে পুরসভা তার ন্যূনতম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? এই নোটিসে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের একটি রিপোর্টও পেশ করা হয়। যে রিপোর্টে বলা হয়েছে, ব্রিজ সংস্কারে খুব খারাপ কাজ করেছে পুরসভা। ব্রিজের কেবল, বাকি বিষয়বস্তু সমেত যে সংস্থা দায়িত্বে ছিল সেই ওরেভা গ্রুপের নামেও এসেছে বার্তা। এই ওরেভা  গ্রুপই চিঠি লিখে গুজরাটের মোরবি পুরসভাকে ব্রিজের খারাপ এবস্থার কথা বহুবার জানিয়েছিল। সেখানে লেখা ছিল যে, যেকোনও সময় এই ব্রিজ ভেঙে পড়তে পারে, হতে পারে বড় বিপত্তি।

( বোঝো ঠ্যালা! ৮০ হাজার টাকার জুতো ভুল সাইজে কিনলেন ব্যক্তি, ফেরত নিচ্ছে না দোকান)

মোরবি পুরসভাকে সরকারের পাঠানো নোটিসে বলা হয়েছে, ব্রিজটি সঠিকভাবে সারাই করতে ব্যর্থ পুরসভা। ওরেভা গ্রুপের সঙ্গে পুরসভার বহু বৈঠকের পরও ব্রিজ নিয়ে কোনও ফলপ্রসূ দিক পুরসভা তুলে ধরতে পারেনি বলে অভিযোগ। উল্লেখ্য, জানা যাচ্ছে, ২০১৭ সালে ওরেভা গ্রুপের চুক্তিও এই ব্রিজ নিয়ে শেষ হয়ে যায়। একাধিক পদ্ধতিগত ত্রুতি এই ইস্যুতে উঠে আসছে। আপাতত অ্যাডিশনাল রেসিডেন্ট কালেক্টর নরেন্দ্র মুচ্ছল এই পুরসভার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে রয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup