Siuri Police Station IC Transferred: পাচারকাণ্ডে দিল্লিতে ইডির তলবের পরই বদলি সিউড়ি থানার আইসি, ছিলেন কেষ্ট ঘনিষ্ঠ

সম্প্রতি নয়াদিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল বীরভূমের সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে। এহেন পুলিশ কর্তাকে এবার বদলি করা হল সিউড়ি থানা থেকে। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের তরফে জানানো হয়, মহম্মদ আলিকে সিউড়ি থানার আইসি পদ থেকে বদলি করা হচ্ছে বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। আর মহম্মদ আলির জায়গায় নতুন আইসি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার কোর্ট ইনস্পেক্টর দেবাশিস ঘোষ। এদিকে বীরভূমের রামপুরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তীকেও বদলি করা হয়েছে। (আরও পড়ুন: এবার বাংলায় তৈরি হবে ‘স্লিপার ক্লাস’ বন্দে ভারত! বরাত মিলেছে ৯৬০০ কোটির)

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মহম্মদ আলি। এই আবহে নয়াদিল্লিতে ইডির সদর দফতরে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করা হয়েছিল। তাঁকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর সংক্রান্ত নথি এবং সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় গরুপাচারের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে অনুমান করছিলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, সিউড়ি থানার আইসি’‌র সঙ্গে যোগাযোগ ছিল অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন এবং এনামুল হকের। এই আবহে এবার মহম্মদকে সরানো হল সিউড়ি থানার দায়িত্ব থেকে।

আরও পড়ুন: আর কিছুক্ষণেই এই জায়গাগুলিতে শুরু হবে বৃষ্টি, কলকতার আবহাওয়া থাকবে কেমন?

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে ইডির তলবের আগেও কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসি’‌কে জেরা করেছিল সিবিআই। কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত বা কিংপিন অনুপ মাজির থেকে ‘‌প্রোটেকশন মানি’‌ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল আইসির বিরুদ্ধে। পাচারকাণ্ডে তদন্তে নেমে একাধিক সাক্ষীর বয়ানে মহম্মদ আলির নাম পেয়েছে সিবিআই ও ইডি। 

এদিকে অভিযোগ ওঠে, গত কয়েক মাস ধরে অনুব্রত মণ্ডলের মামলা লড়ার খরচ দিয়েছেন সিউড়ি থানার আইসি। সেই বিষয়ে জানতে তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির প্রবর্তন ভবনে। এই আবহে তুলনামূলক কম গুরুত্বের বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি করা হল মহম্মদ আলিকে।