সিপিএমের লোক, ক্যাডার, অভিষেককে টার্গেট করছেন! বিচারপতিকে বেলাগাম আক্রমণ কুণালের

একেবারে নাম করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করে বার বার সতর্ক করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সঙ্গে তাঁকে কার্যত সিপিএমের ক্যাডার হিসাবে দাগিয়ে দিয়েছেন। কার্যত বেনজির আক্রমণ। এভাবে আদৌ কোনও সম্মানীয় বিচারপতিকে কোনও রাজনৈতিক নেতা আক্রমণ করতে পারেন কি না তা নিয়েও এদিন বড় প্রশ্ন উঠে গেল। এর সঙ্গেই প্রশ্ন উঠছে বিচারপতিকে আক্রমণ করে ঠিক কাকে খুশি করতে চাইলেন কুণাল? এদিনের কুণালের এই বক্তব্যকে ঘিরে শোরগোল বাংলায়।

এদিকে আগেই বিচারপতি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের মধ্যে বক্তব্যের মিল রয়েছে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা দরকার। আর তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন কুণাল।

কুণাল ঘোষ এদিন বলেন, ‘আইনকে মেনে চলি…বিচার ব্যবস্থার একাংশ, কলকাতা হাইকোর্টের একাংশের যেভাবে রাজনৈতিক উইশলিস্ট সামনে চলে আসছে তাতে সম্মানহানি হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে কথা বলেছেন যে সেটা আইন এক্তিয়ার বহির্ভূত। উনি তদন্তকে প্রভাবিত করতে চাইছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার থেকে বেশি নিজের প্রচার, ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য, উইশলিস্ট, লোকের উপর চাপিয়ে দেওয়া, মিডিয়ার সুযোগ নিয়ে একটা মহল তৈরির চেষ্টা করছেন।

আজকে যেটা বলেছেন সেটা….আত্মপ্রচারের জন্য করে যাচ্ছেন। ….বিকাশ ভট্টাচার্যের ক্যাডাররা ওখানে গিয়ে বসে রয়েছেন। উনি প্রচারের জন্য, বিরোধীদের মধ্যে হিরো হওয়া, সরকারকে বিড়াম্বনায় ফেলার জন্য নেতিবাচক খবর করার জন্য মহামান্য বিচারপতির চেয়ারকে কলঙ্কিত করছেন। তদন্ত নিয়ে বলার উনি কে? আদালত অবমাননার মামলা করে দাঁড়িয়ে ফেস করব। জেল দিলে দিক। চলে যাব। আপনি অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে নিয়েছেন।মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকারকে টার্গেট করে নিয়েছেন। বিচারপতির চেয়ারকে মিস ইউজ করে আপনি বাংলায় কংগ্রেস, বিজেপি আর বামেদের হাত শক্ত করছেন। যে সিপিএম লালা বাংলা ছেড়ে পালা যারা বলেছিল আপনি তাদের দলের লোক। আপনি তো বিকাশ ভট্টাচার্যকে গুরু বলে মনে করেন। আপনি যে মন্তব্য করছেন… মেরে ফেলা এসব আবার কি? দলের, অভিষেকের নেতিবাচক ইমেজ তৈরি করছেন। এত তো বিচারপতি রয়েছেন। উনি একাকী ধর্মপুত্র যুধিষ্টির হয়ে বসে রয়েছেন?’

এর সঙ্গেই কুণাল জানিয়েছেন, ক্ষমতা থাকলে বাম আমলের নিয়োগগুলো যুক্ত করে দেখান। আপনি শ্রদ্ধেয় মানুষ। কিন্তু যেভাবে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করছেন তা সঠিক নয়।