39 snakes in door frame: ৩৯ সাপ লুকিয়ে দরজার ফাঁকে! বের করে আনতেই যা করল, দেখলে ভিরমি খাবেন

একটি নয়, দুটিও নয়, একসঙ্গে ৩৯টি। হ্যাঁ, প্রথমটায় শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি। একসঙ্গে ৩৯টি সাপের বাচ্চার সন্ধান মিলল। তাও আবার যে সে জায়গা থেকে নয়। এমন জায়গা থেকে যেখানে আপাতভাবে দেখলে মনেই হবে না সাপ থাকতে পারে। জায়গাটা দরজার ফ্রেম। দরজার ফ্রেমের মধ্যেই নাকি লুকিয়ে ছিল এতগুলি সাপের বাচ্চা। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন এলাকার বাসিন্দারাও। সম্প্রতি মহারাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। সে রাজ্যের গন্ডিয়া নামের এক গ্রামেই খোঁজ মিলেছে এতগুলি সাপের। 

আরও পড়ুন: চুটিয়ে গাল পাড়ুন, তাহলেই নাকি ফুরফুরে থাকে মন! কেন বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন: দৌড়ঝাঁপের বয়সেই মুখে বলিরেখা ফুটছে? এর কারণ হয়তো আপনি নিজেই, কেন জানেন

ঠিক কী ঘটেছিল এই দিন? মহারাষ্ট্রের গন্ডিয়া নামের গ্রামে একটি বাড়ির দরজা গিয়েছিল ক্ষয়ে। ক্ষয়ে যাওয়ার কারণ অবশ্য অন্য। নিতান্তই ঘুণ ধরে গিয়েছিল দরজার ফ্রেমে। সেই নিয়ে অবশ্য অতটা ভাবনায় ছিল না কেউই। কিন্তু হঠাৎই এক পরিচারিকা দেখেন, ওই ঘুণ ধরা দরজার কাছে গিয়ে এক সাপুড়ে কি যেন করছে। দেখামাত্রই সন্দেহ হয়। সেখানে গিয়ে খতিয়ে দেখতেই দেখা যায়, একটি ফোকড়ের মধ্যে কিলবিল করছে সাপ। গেরস্ত বাড়িতে এতগুলি সাপ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা গ্রামে। খবর দেওয়া হয় বন দফতরে। তাদের তরফে আধিকারিকরা সাপ উদ্ধারে আসেন।

আরও পড়ুন: গরমের দাপটে ফোনও গরম হয়ে যাচ্ছে? জেনে নিন কীভাবে ঠিক রাখবেন দরকারি যন্ত্রটি

আরও পড়ুন: গরমে কিডনিরও বড়সড় ক্ষতি হতে পারে, অঙ্গ বাঁচাতে খেয়াল রাখুন ৫ ব্যাপারে

প্রায় চার ঘন্টা ধরে উদ্ধার করা হয় ওই ফোকড়ে লুকিয়ে থাকা সবকটি সাপ। দেখা যায়, সব মিলিয়ে সংখ্যায় ৩৯টি সাপের বাচ্চা বাসা বেঁধেছিল এই ফোকড়ে। এই ঘটনার ভিডিয়ো সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। কিলবিল করা সাপগুলি দেখে কেউ কেউ সেই ভিডিয়ো শেয়ার করেন নিজের প্রোফাইলে। অনেকে আবার লাভ রিয়্যাক্ট দিয়ে যান ভিডিয়োতে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup