IPL 2023: | IPL 2023: ‘ওঁ থাকলে কোনও লক্ষ্যই নিরাপদ নয়’, ম্যাচ জিতেও ধোনি-বন্দনায় রাজস্থান অধিনায়ক স্যামসন


চেন্নাই: বুধবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs RR) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। ১৭৬ রান তাড়া করতে নেমে অল্পের জন্য পরাজিত হতে হয় সিএসকেকে। ধোনির ৩২ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ছয় উইকেটে ১৭২ রানের বেশি করতে পারেনি হলুদ ব্রিগেড। তবে দুরন্তভাবে ম্যাচ জিতেও বিপক্ষ অধিনায়ক ধোনির (MS Dhoni) প্রশংসায় পঞ্চমুখ সঞ্জু স্যামসন (Sanju Samson)।

স্যামসনের কুর্নিশ

রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই ম্যাচ জেতার জন্য বোলারদেরই বাহবা প্রাপ্য। চাপের মুখেও ওরা দুর্দান্ত বোলিং করে এবং আমরা নিজেদের ক্যাচগুলিও ধরতে পেরেছি। চিপকে কিন্তু এর আগে আমি কোনওদিনও ম্যাচ জিতিনি, তাই এই মাঠের স্মৃতি একেবারেই মধুর নয়। আমরা পাওয়ার প্লেতে রুতুকে আউট করতে সক্ষম হই। পাওয়ার প্লেতে অল্পরান দিলে তারপর আমাদের স্পিনাররা বাকিটা সামলে নিতে পারত। শেষ দুই ওভারে বেশ চাপ ছিল। ক্রিজে যতক্ষণ ধোনি রয়েছেন, ততক্ষণ কোনও লক্ষ্যই নিরাপদ নয়। ওঁর বিরুদ্ধে তো কোনও পরিকল্পনায় কাজ করে না। তাই ওঁকে সমীহ করতেই হয়।

সিএসকের পরাজয়

প্রসঙ্গত, শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।

আরও পড়ুন: নকল আইপিএল টিকিট ছাপিয়ে প্রতারণার ফাঁদ, নয়াদিল্লিতে গ্রেফতার ৫