IPL 2023: Top Five News Of Indian Premier League In A Nutshell


কলকাতা: বুধবার, ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। ম্যাচে ইতিহাসের পাল্টা উল্টে ফের একবার ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ঝলক সমর্থকরা দেখতে পান। তবে দুর্ভাগ্যবশত ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস সত্ত্বেও সিএসকেকে জেতাতে পারেননি ধোনি। মাত্র তিন রানে পরাজিত হয় হলুদ ব্রিগেড। এই ম্যাচ জিতেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস।

বৃহস্পতিতে পাঞ্জাব-গুজরাত দ্বৈরথ

আজ মাঠে নামছে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স (PBKS vs GT)। দুই দলই এখনও পর্যন্ত নিজেদের তিন ম্যাচের দুইটি জিতেছে। একদিকে যেখানে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় গুজরাতকে পরাজিত হতে হয়েছে। অপরদিকে, সানরাইজার্সের বিরুদ্ধে চরম হতাশাজনক পারফরম্য়ান্সের জের আট উইকেটে পাঞ্জাবকে হারতে হয়। তাই দুই দলই হারের হতাশা পিছনে ফেলে আজকের ম্যাচে জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর হবে। এই ম্যাচে দুই দলের কোনও এক দল বড় ব্যবধানে জয় পেলে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে। দুই দলের কে এই ম্যাচে জিতবে এবার সেটাই দেখার।

াসুন শানাকার অভিষেক!

প্রথম ম্যাচেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কেন উইলিয়ামসনের বদলি হিসাবে দাসুন শানাকাকে বদলি হিসাবে দলে নিয়েছে গুজরাত। এতদিন অবশ্য জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় আইপিএলে মাঠে নামা হয়নি শানাকার। তবে আজকের ম্যাচে অবশেষে শ্রীলঙ্কান অধিনায়কের কাঙ্খিত আইপিএল অভিষেক হতে পারে। তাঁর কার বদলে সুযোগ পাবেন, সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। এক্ষেত্রে সম্ভবত আয়ার্ল্য়ান্ডের ফাস্ট বোলার জশুয়া লিটলকে একাদশের বাইরে যেতে হতে পারে।

তারকাদের প্রত্যাবর্তন

কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচে অসুস্থতার কারণে গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য মাঠে নামতে পারেননি। তাঁর বদলে রশিদ খান গুজরাতকে নেতৃত্ব দেন। হার্দিক সেই অসুস্থতা সারিয়ে উঠে আজ মাঠে ফিরবেন বলেই খবর। অপরদিকে, হাঁটু, গোড়ালির চোটে নাজেহাল লিয়াম লিভিংস্টোনও এতদিন পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামেননি। এ মরসুমে আজকেই প্রথমবার লিভিংস্টোনকে পাঞ্জাবের জার্সিতে দেখা যেতে পারে। এই দুই তারকা অলরাউন্ডার মাঠে ফিরলে দুই দলই যে আরও শক্তিশালী হবে, সেই নিয়ে কোনও দ্বিধা নেই। 

ধোনিকে বিশেষ স্মারক উপহার

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকের ম্য়াচটি অধিনায়ক ধোনির জন্য বিশেষ ছিল। তিনি ম্যাচ জেতাতে না পারলেও, এদিন হলুদ ব্রিগেডের হয়ে টস করতে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করেন ধোনি। সিএসকের অধিনায়ক হিসাবে এটি ধোনির ২০০তম ম্যাচ ছিল। এই উপলক্ষ্যেই ম্যাচের আগে এন শ্রীনিবাসন মাহির এক হাতে বিশেষ স্মারক উপহার হিসাবে তুলে দেন। ধোনি হাসিমুখে সেই উপহার গ্রহণও করেন।

ক্ষুব্ধ শাস্ত্রী

শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) দিয়ে। পিঠের চোটের জন্য যিনি আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছিলেন। সেই তালিকায় নবতম সংযোজন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। আইপিএলের আগে বা টুর্নামেন্ট শুরু হওয়ার পর একের পর এক ভারতীয় পেসার চোটের কবলে। যা নিয়ে ক্ষুব্ধ রবি শাস্ত্রী (Ravi Shastri)। জাতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, গোটা পরিস্থিতি হাস্যকর। হতাশাজনক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছাড়েন সিএসকে-র দীপক চাহার। শাস্ত্রী বলেছেন, ‘সত্যি কথা বলতে কী গত তিন চার বছরে এমন অনেকে রয়েছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে যাতে করে ইচ্ছামতো এনসিএ-তে চলে যেতে পারবে।’

আরও পড়ুন: ধোনি-মিসাইল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় রাজস্থানের