Nishith Pramanik: সিবিআই তদন্ত খারিজ সুপ্রিম কোর্টে, নিশীথের কনভয় হামলায় কী রায়?‌

সিবিআই তদন্তের দাবিতে সায় পেয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তাতে তিনি বেশ কলার তুলেছিলেন। কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্টে যেতেই কলার নেমে গেল। কারণ কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর উপর হওয়া হামলা নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছিলেন। কলকাতা হাইকোর্ট তাতে সম্মতি দেয়। আর সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

এদিকে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে সিবিআই তদন্তের রায় দেন। তখন কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানান নিশীথ প্রামাণিক। গত ২৮ মার্চ নিশীথের কনভয় মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার সর্বোচ্চ আদালতের নির্দেশে, ফের রায় বিবেচনা করতে হবে কলকাতা হাইকোর্টকে। তাতে বিড়ম্বনা বাড়ল। কারণ যদি প্রমাণ হয় এই হামলা সম্পূর্ণ বিজেপির তৈরি করা, তাহলে নিশীথকে সরাসরি কোপের মুখে পড়তে হবে। আর জনগণের সামনে মুখোশ খুলে যাবে।

অন্যদিকে গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে হামলা করার অভিযোগ ওঠে। বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয়েছিল নিশীথের সভায় এবং কনভয়ে বলে বিজেপির অভিযোগ। বুড়িরহাট এলাকায় নিশীথের কনভয় পৌঁছলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি অভিযোগ, নিশীথের কনভয়ে হামলার নেপথ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ‘চক্রান্ত’ রয়েছে। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করেন, সমাজবিরোধীদের দিয়ে নিশীথ প্রামাণিক এলাকা দখল করতে গিয়েছিলেন। এমনকী একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছিল। যার মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে এই হামলা সাজানো। তবে সেই ভিডিয়ো আদালতে জমা পড়েছে কিনা জানা যায়নি। তবে সুপ্রিম ধাক্কায় ব্যাকফুটে গেলেন নিশীথ।

আর কী জানা যাচ্ছে?‌ এই হামলার ঘটনা নিয়ে বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হন। এটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানতে চান ঘটনা নিয়ে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। আগামীকাল, শুক্রবার কলকাতায় আসার কথা অমিত শাহের। ঠিক তার প্রাক্কালে তাঁর ডেপুটি ধাক্কা খেলেন সুপ্রিম কোর্টে। বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেই চলেছে। সেখানে এই বিষয়ে সভা থেকে শাহ কিছু বলেন কিনা সেটাই দেখার। দু’‌দিনের সফরে বীরভূমে সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।