বছরের শেষ দিন কালীঘাট মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

বছরের শেষ দিন কালীঘাট মন্দির ‘পরিদর্শন’ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়া। শুক্রবার বিকেলে বাড়ির মহিলাদের নিয়ে কালীঘাট মন্দির পরিদর্শন করেন তিনি। তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি চলে গেলেও তিনি দেশবাসীর জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন মমতা।

এদিন সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসার খবরে আগে থেকেই সারা ছিলো প্রস্তুতি। ২ ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দির পরিদর্শন করেন তিনি। এর পর নকুলেশ্বর ভৈরব মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার দেশের সব মানুষের জন্য, বিশ্বের সব মানুষের জন্য প্রার্থনা জানিয়ে গেলাম। সকল পরিবারের জন্য। যাতে সবাই সুস্থ থাকে। ভালো থাকেন, সুন্দর থাকেন। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা, শুভনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি ও স্নেহ। নব বৈশাখ যেন নতুন কেতন নিয়ে বাংলাকে বিশ্বের দরবারে প্রস্ফুটিত করতে পারে।’

বলে রাখি, শুক্রবারই ২ দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। শনিবার তাঁর দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। কিন্তু সফরসূচি পরিবর্তন করে শুক্রবার সন্ধ্যায় সেখানে পৌঁছন তিনি। দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন। তার মধ্যেই মমতা কালীঘাটে পুজো দেওয়ায় প্রশ্ন উঠছে, বিজেপিকে আটকাতে কি কেজরিওয়ালের দেখানো পথে নরম হিন্দুত্বের পথে হাঁটতে চাইছেন মমতা?