Elevator Falls: ‘চিৎকার শুনেই…’, বহুতল হোটেলে তিন তলা থেকে লিফ্ট ভেঙে পড়ল বেসমেন্টে, আহত ৯

নয়ডার এক হোটেলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন ৯ জন। জানা গিয়েছে, হোটেলের তিন তলা থেকে লিফ্ট ছিঁড়ে গিয়ে ভেঙে পড়ে বেসমেন্টে। শুক্রবার বিকেরে ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। গোটা ঘটনায় কম বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন মোট ৯ জন। অনেকেই আহত হয়ে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাওয়ার ঘটনার শিকার হয়েছেন।

নয়ডা পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বিকেল ৪ টে নাগাদ। নয়ডা পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার শক্তি অবস্থি জানিয়েছেন, সেক্টর ৪৯ এর রিজেন্টা সেন্ট্রাল নামের এক হোটেলে এই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, যে হোটেলে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে একটি সংস্থার কিছু অনুষ্ঠান চলছিল। পুলিশ জানিয়েছে, বিকেল ৪ টে নাগাদ এই ঘটনা ঘটে। তখন ওই হোটেলের লিফ্টে নামছিলেন সংস্থার ৯ জন। যে সংস্থার অনুষ্ঠান হোটেলে চলছিল, সেই সংস্থারই ৯ জন নামছিলেন লিফ্ট-এ। তাঁরা তিন তলা থেকে সাত তলায় যাচ্ছিলেন খাবার খেতে। তখনই লিফ্টটি বেসমেন্টে ভেঙে পড়ে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, এই লিফ্টে ৯ জনের নামার কথাই নয়। কারণ লিফ্টের ধারণ ক্ষমতা চার থেকে ৫ জনের। সেখানে উঠেছিলেন লিফ্টে ৯ জন। যার জেরে বিপত্তি ঘটে যায়। সোজা তিন তলা থেকে লিফ্ট ভেঙে পড়ল বেসমেন্টে। এখনও ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে, হোটেলের গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

( নববর্ষের স্পেশ্যাল সাজের আগে মুখে লাগান এই ঘরোয়া পেস্ট! ত্বকের জেল্লা ফেটে পড়বে)

জানা গিয়েছে, ওই ৯ জন লিফ্টে ওঠার ১৫ মিনিট পরই লিফ্টটি ভেঙে পড়ে। হোটেলের ডেপুটি জেনারেল ম্যানেজার চন্দ্রশেখর বলছেন,’বেসমেন্ট থেকে চিৎকার শুনতে পেয়েই আমরা সেখানে তখনই পৌঁছই। ১৫ মিনিটের চেষ্টায় হোটেলের স্টাফরা লিফ্টের দরজা খুলে ফেলেন একটি লোহার রড দিয়ে। তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ উল্লেখ্য, এই ঘটনা মনে করিয়ে দেয়, সদ্য কোটায় এক বাঙালি মেডিক্যাল পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে। লিফ্টে বন্ধুদের সঙ্গে যেতে গিয়ে তিনি আচমকাই হেলান দেন লিফ্টে, আর তখনই লিফ্টের একাংশ খুলে গিয়ে তিনি পড়ে যান নিচে। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। 

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup