Subho Noboborsho 1430 Wishes: ‘নব আনন্দে জাগো….’, পয়লা বৈশাখে প্রিয়জনদের জানিয়ে দিন শুভ নববর্ষ ১৪৩০-র শুভেচ্ছা

আবেগে সিক্ত হয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাল বাংলাদেশ। শুক্রবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকায় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রচুর মানুষ মিছিলে পা মেলান। কেউ বাদ্যের তালে নৃ্ত্য পরিবেশন করেন। কেউ আবার বৈশাখী সাজে মিছিলেন অনুভূতি চেটেপুটে নিতে থাকেন। ঐতিহ্য মেনে অনেকের হাতে বাহারি মুখোশ দেখা যায়। যা পুরো শোভাযাত্রাকে রঙিন করে তোলে। তবে বাংলাদেশ আজ নববর্ষকে স্বাগত জানানো হলেও পশ্চিমবঙ্গ-সহ ভারতে পয়লা বৈশাখ উদযাপিত হবে শনিবার (১৫ এপ্রিল)।

বাংলা নববর্ষ

‘আজি নব রবিকিরণে’ সূচনা হতে চলেছে বাংলা নববর্ষের। বাংলাদেশে ইতিমধ্যে ধুমধামের সঙ্গে বাংলা নববর্ষের উদযাপন করা হচ্ছে। আগামিকাল (শনিবার, ১৫ এপ্রিল) ‘এসো হে বৈশাখ…’ ডাক দিয়ে বাংলা নববর্ষকে (বাংলা নববর্ষ ১৪৩০) স্বাগত জানাবে পশ্চিমবঙ্গ-সহ ভারত। যা আপামর বাঙালির কাছে এক আবেগের দিন, এক ঐতিহ্যবাহী দিন, এক আত্মমর্যাদার দিন।

বাংলা নববর্ষের পয়লা দিন তথা পয়লা বৈখাখ যেন ছোটবেলা থেকেই বাঙালির মনে গেঁথে থাকে। সকাল-সকাল ঘুম থেকে উঠে নতুন জামা পরে বেরিয়ে পড়া, প্রাতঃরাশের পাতে লুচি-ছোলার ডাল, দুপুরে কবজি ডুবিয়ে বাঙালি খাওয়া-দাওয়া থেকে দিনের শেষে হালখাতার মিষ্টি হাতে বাড়ি ফেরা – পয়লা বৈশাখটা বাঙালির কাছে এক আনন্দের দিন। সেই আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে নিজের প্রিয়জনকে জানিয়ে ফেলুন বাংলা নববর্ষের সূচনা।

শুভ নববর্ষের শুভেচ্ছা

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি – শুভ নববর্ষ ১৪৩০।

সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩০।

নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, শুভ নববর্ষ ১৪৩০।

নব আনন্দে জাগো, আজি নব রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি ও উজ্জ্বল নির্মল জীবনে….শুভ নববর্ষ ১৪৩০। শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ।

নবরূপে নববর্ষ রাঙিয়ে দিক প্রতিটা মুহূর্ত। আগামী দিনগুলি সুন্দর হোক। শুভ নববর্ষ ১৪৩০।

বছর ঘুরে আবার এল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরে দূরীভূত হোক সকল কলুষতা, জরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব বৈশাখ প্রাণময় হয়ে উঠুক। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায়, মিলেমিশে, স্বপ্নে, সাধনায় কাটুক নতুন বছর। 

নবরূপে, নব আনন্দে , নব উদ্দীপনায় হোক নতুন বছরের সূচনা। রইল নববর্ষের শুভকামনা। শুভ নববর্ষ ১৪৩০।

স্বপ্নগুলি সত্যি হবে নববর্ষে, সফলতা ও সুখ হোক সবার পাশে। শুভ নববর্ষের আনন্দ উপভোগ করুন সবাই একসঙ্গে। শুভ নববর্ষ ১৪৩০।

পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছরে সেগুলি হয়ে যাক ধূলিসাৎ। শুভ নববর্ষ ১৪৩০।

আরও পড়ুন: Heatwave Alert and Weather forecast: আরও বাড়বে গরম, পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গের ১৫ জেলায় তাপপ্রবাহ, ‘লু’-তে জ্বলবে শরীর

এসো হে বৈশাখ….শুভ নববর্ষ ১৪৩০। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বাংলা নববর্ষের শুভেচ্ছা। এ যেন সমস্ত গ্লানি-জরা মুছে দিয়ে সম্ভাবনাময় আগামীর শুরু। এ যেন বাঙালির নতুন জীবনের প্রতীক। নতুন বছর জীবনে বয়ে আনুক সুখ-শান্তি-সমৃদ্ধি ।

শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)