জনকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেলেন সাবের হোসেন চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কাজে অবদানের জন্য কর্ণফুলী গ্রুপের পরিচালক সাবের হোসেন চৌধুরীকে এশিয়া প্যাসিফিক লায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (A-PAD Award 2023) সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাবের হোসেন চৌধুরীকে এই অ্যাওয়ার্ড তুলে দেন ডিসিএইচ ট্রাস্টের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর কাজী কামরুজ্জামান।

A-PAD জাপান, কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন-এর সমন্বয়ে সংগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যারা গত ১০ বছর ধরে সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরে সাবের হোসেন চৌধুরীর এই বিশেষ অবদান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও প্রফেসর কাজী কামরুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি’কেও বাংলাদেশে তার বিশেষ অবদানের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়।