‌Poila Baishak: পয়লা বৈশাখেও তীব্র গরম বাংলায়, রোদের মধ্যেই কালীঘাট–দক্ষিণেশ্বর–তারাপীঠে ভিড়

আজ পয়লা বৈশাখ। ১৪২৯ সাল শেষ করে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। তবে এই দিনেও প্রবল গরমে ফুটছে বাংলা। আর সেই গরমকে তোয়াক্কা না করে রাস্তায় নেমে পড়েছেন অগণিত মানুষ। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা শুরু হয়ে গিয়েছে। আর রাজ্যজুড়ে চলছে শুভেচ্ছার ঢল থেকে মিষ্টিমুখ, গান এবং আড্ডা। নতুন বছরে পুজো দেওয়ার ভিড় দেখা যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ সর্বত্র। লম্বা লাইন বুঝিয়ে দিচ্ছে যতই গরম পড়ুক এক ইঞ্চি জমি ছাড়া হবে না। গরম বলে কি নতুন বছরের আবাহন থমকে থাকবে!‌

এদিকে আজ, শনিবার সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে লম্বা লাইন পড়েছে। প্রায় দু’‌ ঘণ্টা অপেক্ষা করে পুজো দিতে হচ্ছে অনেককে। কারণ ভিড় এতটাই। দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাটেও শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে ভক্তদের লম্বা লাইন। এই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। প্রত্যেক বছরই এখানে এমন মানুষজন আসেন যাঁদের এটা রীতি। তার সঙ্গে পরিবারের মঙ্গলকামনায় এসেছেন বহু মানুষজনও। শুধু কালো মাথার সারি দেখা যাচ্ছে মন্দিরে মন্দিরে। সারা বছর ভাল কাটার প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর–তারাপীঠে।

অন্যদিকে আজ সকাল থেকে মঙ্গলারতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হল। বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল থেকে মন্দিরে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। আর ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন। তবে গ্রীষ্মের দাবদাহকে পাত্তা না দিয়ে দূর–দূরান্ত থেকেও নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন বহু মানুষজন। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে পুজো দিচ্ছেন তাঁরা। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূমে এলেও তারাপীঠে যাননি। তবে তিনি সন্ধ্যায় দক্ষিণেশ্বর গিয়েছিলেন। আর পুজোও দেন।

কেমন পরিস্থিতি তৈরি হয়েছে?‌ এখন মাথার উপর চড়া রোদ। আবহাওয়া অফিস সূত্রে খবর, পারদ উঠেছে ৪০ ডিগ্রিতে। তারপরও মন্দিরে মন্দিরে ভিড় অব্যাহত। মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল নেমেছে কালীঘাটে। একদিকে পয়লা বৈশাখ, অন্যদিকে আজ, শনিবার। এই দুই মিলে ভিড়ের চাপ বাড়ছে সর্বত্র। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার লাইন বালি ব্রিজ ছাড়িয়ে গিয়েছে। তারাপীঠে প্রায় ১০ হাজার মানুষের ঢল নেমেছে। আর কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার লাইন বড় রাস্তায় এসে পৌঁছেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup