নববর্ষে গোপাল দলপতির গাঁয়ের বাড়িতে পৌঁছে গেল CBI, চলছে তল্লাশি

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার গোপাল দলপতির বাড়িতে পৌঁছল সিবিআইয়ের দল। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। তবে সেখানে নেই গোপাল দলপতি। তিনি ১ মাস আগে শেষবার বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সকাল ৭টা নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্স থেকে রওনা দেয় সিবিআইয়ের ৭ সদস্যের গোয়েন্দা দল। বেলা সাড়ে ১১টা নাগাদ ভূপতিনগরের হেঁড়িয়ায় গোপাল দলপতির বাড়িতে পৌঁছন তাঁরা। এর পর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়িতে তখন ছিলেন গোপাল দলপতির ভাই বুদ্ধদেব, তাঁর স্ত্রী ও বৃদ্ধা মা। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। বাড়ির আলমারি খুনে নথিপত্র খতিয়ে দেখেন তাঁরা।

স্থানীয়রা জানিয়েছেন, গত শিবরাত্রির দিন শেষবার গ্রামের বাড়িতে এসেছিলেন গোপাল। রাত্রিবাস করে পরদিন চলে যান তিনি। তার পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির একাধিক কুশীলবকে জেরায় বারবার উঠে এসেছে গোপাল দলপতির নাম। তাঁর মাধ্যমে মোটা টাকা লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল গোপালের নাম। আবার গোপালের মুখে প্রথম শোনা যায় ‘কালীঘাটের কাকু’র কথা। এর আগে গোপালকে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এবার একেবারে তাঁর গাঁয়ের বাড়িতে পৌঁছে গেল সিবিআই।