নিষিদ্ধ হয়ে সোহাগ বলছেন, ‘সত্যের জয় হবে’

আর্থিক অনিয়মের কারণে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এনিয়ে দেশের ফুটবলে টালমাটাল অবস্থা। আপাতত ফিফার নিয়ম মানছে বাফুফে। সোহাগের রুমের দরজার নামের ফলক খুলে নেওয়া হয়েছে। শিগগিরই এ নিয়ে পরবর্তি সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সোহাগ আত্মপক্ষ সমর্থন করে একটি বার্তা দিয়েছেন। আইনি পথে লড়াই করারও ঘোষণা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার পর সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। ইনশাআল্লাহ সত্যের জয় হবে। আমার জন্য দোয়া করবেন।’

এদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করা হবে জানিয়েছেন সোহাগ। ফিফার এই শাস্তিকে ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক বলে দাবি জানিয়ে তার  আইনি প্রতিষ্ঠান এ হোসেইন অ্যান্ড অ্যাসোসিয়েটস বিবৃতি এক বিবৃতি দিয়েছে।

সেখানে বলা হয়েছে, ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন তিনি।

এই শাস্তিকে সোহাগ উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। ফিফার সঙ্গে অর্থ সংক্রান্ত লেনদেন নিয়ে যে অভিযোগ করেছে সেটা ফিফা আগেও অবগত ছিল। ফিফার অনুমতি ছাড়া কোনও কিছুই করেননি দাবি সোহাগের।