রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শেষ হলো আলোকচিত্র প্রদর্শনী। গার্মেন্ট শ্রমিক সংহতির মাসব্যাপী কর্মসূচির অংশ ছিল প্রদর্শনীটি।

এতে ২০ জন শিল্পীর আলোকচিত্র, কার্টুন, গ্রাফিতি, সাউন্ড, ভিডিও এবং গার্মেন্ট শ্রমিক সংহতির আর্কাইভাল কাজ দেখানো হয়।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ‘রানা প্লাজা হত্যাকাণ্ড ১০ বছর ও তারপর’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনী শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, যুগ্ম সম্পাদক দীপক রায়, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা ও গণসংহতি আন্দোলনের রাজনীতি পরিষদের সদস্য মনিরুদ্দীন পাপ্পু।

বক্তারা বলেন, প্রদর্শনীর ছবিগুলো প্রতিবাদ ও সংহতি হয়ে সামনে এসেছে। বাংলাদেশের ইতিহাস বা পোশাক খাতের ইতিহাস রানা প্লাজাকে বাদ দিয়ে লেখা সম্ভব না।

তারা আরও বলেন, রফতানি আয়ের শীর্ষ খাতের শ্রমিকদের জীবন ও সংগ্রাম—সাহিত্য, উপন্যাস, আলোকচিত্রসহ অন্যান্য মাধ্যমে যথাযথভাবে উঠে আসা জরুরি।