Bizarre news: নিজের রক্ত দিয়ে পানীয় বানাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মহিলা, তারপর যা হল

ক্যাফেতে গিয়ে কে না ককটেল খেতে ভালোবাসে। এক এক ক্রেতা একেকভাবে বানানো ককটেল খেতে ভালোবাসেন। আবার, বিভিন্ন ক্যাফের ককটেল বানানোর কায়দা বিভিন্ন রকমের হয়। তবে জাপানের এক ক্যাফেতে যেভাবে ককটেল বানানো হয়েছিল, তা বোধহয় কেউই খেতে চাইবেন না। আর সেই বিশেষ ককটেল বানানোর কায়দাই ক্যাফের নাম খবরের শিরোনামে নিয়ে এসেছে। কী হয়েছিল এই দিন? জানলে একটু চমকে যেতে পারেন। 

আরও পড়ুন: ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, সব রাখে কবজায়, এই সামান্য বীজের আর কী গুণ জানেন

আরও পড়ুন: গরমে কেমন অন্তর্বাস পরলে ভালো থাকবে পুরুষাঙ্গ? রইল আন্ডারওয়ার কেনার সেরা টিপস

জাপানের মন্দাজি কন ক্যাফে ডাকুতে ঢুকেই ককটেলে অর্ডার করেছিলেন এক ক্রেতা। সেই ক্রেতাকে ককটেল বানিয়ে দিচ্ছিলেন এক ওয়েট্রেস। সেই সময়ে নজরে আসে এক অদ্ভুত দৃশ্য। ককটেল বানাতে যে সে উপাদান নয়, নিজের রক্ত ব্যবহার করছেন ওই ওয়েট্রেস। তাই দেখে রীতিমতো চমকে ওঠেন উপস্থিত সবাই। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে ক্যাফে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন সেখান থেকে। শুধু তাই নয়, উপস্থিত ক্রেতাদের সতর্ক করা হয়, যারা যারা ওই তরুণীর হাতে বানানো ককটেল খেয়েছেন, তাদের সবারই জরুরি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। তরুণীর রক্তে কোনও জীবাণু থাকলে তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই বেশি। মন্দাজি কন ক্যাফের একটি বিশেষ ব্যাপার রয়েছে। সেখানের ওয়েট্রেসরা সবসময় কালো পোশাকে গথিকদের কায়দায় সেজে থাকেন। 

আরও পড়ুন: প্রচন্ড গরমে শরীরে জল কমে যাচ্ছে, কিন্তু বুঝবেন কীভাবে? জেনে নিন ৫ লক্ষণ

আরও পড়ুন: ব্যায়াম করতে গিয়ে হঠাৎ টান লেগেছে পেশিতে? ‘রাইস’ নিয়ম জানলেই কমবে ব্যথা

জাপানের হোক্কাইডো আইল্যান্ডের সুসুকিনো এন্টারটেনমেন্ট জেলায় অবস্থিত এই ক্যাফে। ঘটনাটি জানাজানি হতেই গত ২ এপ্রিল ক্যাফের তরফে ওই মহিলা ওয়েটারকে বার করে দেওয়া হয়। একই সঙ্গে ক্যাফের মান বাঁচাতে একটি বিজ্ঞপ্তি  জারি করে ওই ক্যাফের কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করে রীতিমতো ক্ষমা চায় ক্যাফে মালিক। স্ট্রেট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই ওয়েট্রেসের বিপজ্জনক ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করা হয় সংস্থার তরফে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup