CV Ananda Bose: বাংলায় ভাষণ, শিক্ষা দফতরের বেছে দেওয়া নিজের বাংলা শিক্ষককে সংবর্ধনা রাজ্যপালের

রাজ্যপাল হিসাবে দায়িত্বে নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, বাংলা শিখবেন। বাংলা বলবেন বাঙালির মতো। বাংলাতে বইও লিখবেন। আর পাঁচটা বাঙালির মতো বাংলা শেখার ‘হাতে খড়ি’ হয়েছিল সরস্বতী পুজোর দিন। তারপর থেকে মন দিয়ে বাংলা শিখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে বাংলা শেখাচ্ছেন হেয়ার স্কুলের বাংলার শিক্ষক চিরঞ্জীব গঙ্গোপাধ্যায়। এই বাংলার শিক্ষককে বেছে দিয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য দফতর। সেই শিক্ষককে শনিবার মঞ্চে ডেকে সংবর্ধনা দিলেন রাজ্যপাল। রাজভবনে নববর্ষের অনুষ্ঠানে ভাষণ দিলেন বাংলায়ও।

রাজ্যপালের বাংলার শিক্ষকের জন্য শিক্ষা দফতরকে জানিয়ে ছিল রাজভবন। উচ্চশিক্ষা দফতর থেকে চিরঞ্জীব গঙ্গোপাধ্যায়কে সুপারিশ দেওয়া হয়। তার পর থেকে রাজ্যপালকে নিয়মিত বাংলা শেখাচ্ছেন তিনি। রাজ্যপাল বোস ফাঁকা থাকলে শিক্ষককে খবর দেওয়া হয়। তিনি এসে পড়িয়ে যান।

চিরঞ্জীব জানিয়েছেন, এখন তিনি জোর দিচ্ছেন উচ্চারণের উপর। রাজ্যপালের ইচ্ছা তিনি বাংলা বলবেন বাঙালিদের মতো। শনিবার বাংলাতে ভাষণ দেন রাজ্যপাল। চিরঞ্জীব জানিয়েছেন, রাজ্য নিজেই তাঁর ভাষণ লেখেন। পরে তা রাজভবন থেকে অনুবাদ করে দেওয়া হয়।

(পড়তে পারেন। বড় আর্থিক বোঝা চাপতে চলেছে বাংলার উপর, কেন্দ্রীয় সরকারের নয়া পরিকল্পনা ফাঁস)

তসরের পাঞ্জাবি পাজামা পরে তিনি ভাষণ দেন। রাজ্যপাল বলেন,’উপস্থিত অতিথিগণ শুভ নববর্ষ। আমি বাংলাকে ভালবাসি। আমি বাংলার মানুষকে ভালবাসি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি। আমি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাই। আমি স্বামী বিবেকানন্দকে সম্মান করি। আমি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা করি। বঙ্গভূমি আমার নিজের বাসভূমি। আমি বাংলার বায়ুতে শ্বাস-প্রশ্বাস নিতে চাই। আমি বাংলার পুত্ররূপে পরিচিত হতে চাই। আমি আমার হৃদয়ে, আমার রক্তে, বাংলাকে স্বীকার করব। আমি পবিত্র বাংলার অঙ্গ হতে চাই। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, জয় পশ্চিমবঙ্গ। জয় হিন্দ।’

রাজ্যপাল বোসের বাংলা শিক্ষকের মতে, ভাষা শেখার জন্য তাঁর অনাবিল আগ্রহ রয়েছে। তিনি নিজে অনেকগুলি ভাষা জানেন। তাই বাংলা শেখায় সমস্যা হচ্ছে না।

সম্প্রতি একাধিক ঘটনায় রাজ্য-রাজ্যপালের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে শিক্ষামন্ত্রী তাঁকে ‘মত্ত শ্বেত হস্তী’ বলেও দ্বিধা করেননি। তার ঠিক একদিন পর প্রাক্তন আমলা রাজ্যপাল বোস শিক্ষামন্ত্রীর দফতরের বেছে দেওয়া তাঁর ব্যক্তিগত শিক্ষককে সংবর্ধনা দিয়ে কি কোনও ইঙ্গিত দিতে চাইলেন?