IPL 2023 KL Rahul Beats Chris Gayle’s Record To Become Fastest Batter To Score 4000 Runs In IPL


লখনউ : আইপিএলের (IPL) রেকর্ড-খাতায় নাম তুলে ফেললেন কেএল রাহুল (KL Rahul)। ক্রিস গেইলকে (Chris Gayle) টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪ হাজার রানের গণ্ডি টপকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন কেএল। ৫৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।

যে ইনিংসে ৩০ রান করার পরই ৪ হাজার রানের গণ্ডি টপকে যান তিনি। এবারের আইপিএলে কেএল রাহুলের এটিই প্রথম অর্ধশতরান। আর যে হাফ সেঞ্চুরির পথে আইপিএলের মঞ্চে তাঁর ১০৫ তম ইনিংসে ৪ হাজার রানের গণ্ডি টপকে গিয়েছেন তিনি। যা এখনও পর্যন্ত দ্রুততম। এর আগে আইপিএলে ১১২ ইনিংসে দ্রুততম ৪ হাজার রান করার নজির ছিল ক্রিস গেইলের দখলে। 

কাপতান কেএল এদিন টপকে গিয়েছেন ক্যাপ্টেন কোহলিকেও। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে মাত্র ৪৭ হিসেবে ২ হাজার রানের গণ্ডি টপকেছেন কেএল রাহুল। এতদিন যে কীর্তি ছিল বিরাট কোহলির দখলে। অধিনায়ক হিসেবে ৫৯ ইনিংসে ২ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। 

ব্যাটার কেএল রাহুলের আইপিএলের মঞ্চে নজিরে ঝুলি অবশ্য কম নেই। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের গণ্ডি টপকেছিলেন তিনি। যে পথে নিয়েছিলেন ৮০ ইনিংস। একই সংখ্যক ইনিংস ৩ হাজারের রানের গণ্ডিতে পৌঁছেছিলেন ক্রিস গেইলও। পাশাপাশি ২০২০ সালে আইপিএলে দ্রুততম ২ হাজার রানের গণ্ডি টপকানোর নজির রয়েছে কে এল রাহুলের দখলে। যে কীর্তি গড়তে তিনি নিয়েছিলেন মাত্র ৬০ ইনিংস। যে পথে ৬৩ ইনিংস খেলে আইপিএলে ২ হাজার রানের গণ্ডি টপকানো সচিন তেন্ডুলকারকে ট

ক্কা দিয়েছিলেন তিনি। 

২০১৮ সাল থেকে টানা পাঁচ আইপিএলে একমাত্র ব্যাটার হিসেবে প্রত্যেকবার ৫০০-র বেশি রান করার অনন্য নজিরও রয়েছে কেএল রাহুলের ঝুলিতেই। ২০২০ মরসুমে তৎকালীন পাঞ্জাব কিংসের ক্রিকেটার রাহুল ৬৭০ রান করে জিতেছিলেন মরসুমের সর্বোচ্চ রান সংগ্রাহকারকের অরেঞ্জ ক্যাপ টুপিও।


 

আরও পড়ুন- বেঙ্গালুরুর নেটে বোলিং থেকে অভিষেকে দিল্লিকে ছারখার, কে এই বিজয় বিশাখ ?