IPL 2023 Purple Cap: Yuzvendra Chahal Still Leading The Chart Know Other People On The List


কলকাতা: গত বছরের আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ (Purple Cap) জিতেছিলেন রাজস্থান রয়্যালসের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এ বছরও এখনও পর্যন্ত ১৯টি ম্যাচের পর তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরেও নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। 

শীর্ষে চাহাল

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলে যিনি পরিচিতি তৈরি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে। তবে ট্রফির দেখা না পাওয়ায় দল ঢেলে সাজিয়েছিল আরসিবি। গত মরসুমেই ছেড়ে দেওয়া হয়েছিল হরিয়ানার লেগস্পিনারকে। তবে রাজস্থানের জার্সিতে প্রথম মরসুমেই নজরকাড়া পারফর্ম করেছিলেন তারকা লেগস্পিনার। নতুন মরসুমেও বল হাতে তাঁর দাপট অব্যাহত।

পরিসংখ্য়ান বলছে, এই মুহূর্তে পার্পল ক্যাপ রয়েছে লেগস্পিনার চাহালের দখলে। ৪ ম্যাচে যিনি ১০ উইকেট নিয়েছেন। ইকনমি? ৭.৫৬। অর্থাৎ, ওভারপ্রতি মাত্র সাড়ে সাত রান করে খরচ করেছেন চাহাল। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ঈর্ষণীয় রেকর্ড। চাহাল রিস্টস্পিনার। তাই এত অল্প রান খরচ করে তাঁর ১০ উইকেট সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছে। একটি ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন চাহাল। তবে এখনও পর্যন্ত কোনও মেডেন ওভার নেননি। অবশ্য শুধু শীর্ষস্থান নয়, কেকেআর-সানরাইজার্স ম্যাচের পরে পাঁচ সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা

কোনওরকম রদবদলই হয়নি। 

দুইয়ে রয়েছেন রশিদ খান (Rashid Khan)। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে গুজরাত টাইটান্সের লেগস্পিনার রয়েছেন তালিকায় দুই নম্বরে। মার্ক উড এক ধাপ নীচে তিন নম্বরে রয়েছেন। ইংরেজ পেসার তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি ম্যাচে ৫ উইকেটও নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস তারকা। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে চার নম্বরে গুজরাত টাইটান্সের আরেক তারকা আলজারি জোসেফ। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের অর্শদীপ সিংহও। তবে ইকনমি তুলনামূলকভাবে বেশি থাকায় তিনি জোসেফের এক ধাপ নীচে, পাঁচ নম্বরে রয়েছেন।

কত নম্বরে কেকেআর তারকারা?

গুজরাত টাইটান্সের মহম্মদ শামি ও চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপাণ্ডেও ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন। ইকনমি বেশি হওয়ায় তালিকায় ৬ ও ৭ নম্বরে রয়েছেন তাঁরা। নাইট দলের দুই স্পিনার সুনীল নারাইন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তী যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে রয়েছেন। উভয়েই চার ম্যাচে ছয়টি করে উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, সানরাইজার্সের বিরুদ্ধে বরুণ একটি উইকেট নিলেও, নারাইন কিন্তু কোনও উইকেট পাননি। 

আরও পড়ুন: ৪ ম্যাচে ২৩৩ রান! অরেঞ্জ ক্যাপ এখনও ধবনের দখলে