Jasprit Bumrah Starts Rehab At NCA After Successful Surgery Claims Report, Shreyas Iyer To Go Under The Knife Too


নয়াদিল্লি: খবর অনুযায়ী, গত মাসেই দীর্ঘদিনের পিঠে ব্যথার উপশম করতে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচার করিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এবার মাঠে ফেরার লক্ষ্যে ভারতের তারকা ফাস্ট বোলার নিজের রিহ্যাবও শুরু করে দিয়েছেন।

রিহ্যাব শুরু

খবর অনুযায়ী, বুমরাকে বিশেষজ্ঞরা তাঁর অস্ত্রোপ্রচারের সপ্তাহ ছ’য়েক পরেই রিহ্যাব শুরু করার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই শুক্রবার, ১৪ এপ্রিল থেকে বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যালব শুরু করে দিয়েছিলেন বুমরা। অপরদিকে, শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) পিঠের ব্যথায় কাবু। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের মাঝপথেই তাঁকে ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছিল। সেই চোটের কারণেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি আইপিএলে মাঠেও নামতে পারেননি শ্রেয়স। বুমরার সফল অস্ত্রোপ্রচারের পর এবার শ্রেয়সেরও অস্ত্রোপ্রচার করা হবে বলে শোনা যাচ্ছে।

বাধ্ হয়েই অস্ত্রোপ্রচার?

খবর অনুযায়ী পরের সপ্তাহেই শ্রেয়সের অস্ত্রোপ্রচার করা হবে এবং সেই অস্ত্রোপ্রচারের পর তিনি দুই সপ্তাহ মতো সার্জেনের তত্ত্বাবধানেই থাকবেন। তারপরেই বুমরার মতো শ্রেয়সও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে নিজের রিহ্যাব প্রক্রিয়া শুরু করবেন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল শ্রেয়স নাকি অস্ত্রোপ্রচার করাতে চান না। তার বদলে তিনি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছিলেন। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই শ্রেয়স এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু যা খবর, তাতে শ্রেয়সকেও অস্ত্রোপ্রচার করাতেই হচ্ছে। 

এই দুই তারকা ভারতীয় সীমিত ওভারের দলের নিয়মিত সদস্য। তাঁরা কবে মাঠে ফিরবেন, আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এখন সেটাই দেখার বিষয়। 

ক্ষুব্ধ শাস্ত্রী

শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে দিয়ে। পিঠের চোটের জন্য যিনি আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছিলেন। সেই তালিকায় নবতম সংযোজন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। আইপিএলের আগে বা টুর্নামেন্ট শুরু হওয়ার পর একের পর এক ভারতীয় পেসার চোটের কবলে। যা নিয়ে ক্ষুব্ধ রবি শাস্ত্রী (Ravi Shastri)। জাতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, গোটা পরিস্থিতি হাস্যকর। হতাশাজনক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছাড়েন সিএসকে-র দীপক চাহার। শাস্ত্রী বলেছেন, ‘সত্যি কথা বলতে কী গত তিন চার বছরে এমন অনেকে রয়েছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে যাতে করে ইচ্ছামতো এনসিএ-তে চলে যেতে পারবে।’

আরও পড়ুন: ‘রোজ তো রিঙ্কু একা ম্যাচ জেতাবে না’, সানরাইজার্সের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রানা