Malaria high efficacy vaccine: অক্সফোর্ড ও সেরামের উদ্যোগে তৈরি হল ম্যালেরিয়ার অত্যাধুনিক টিকা, চালু হবে কোথায়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হয়েছিল একটি ফর্মুলা। তার ভিত্তিতেই সেরাম সংস্থা তৈরি করল ম্যালেরিয়ার অত্যাধুনিক টিকা। ম্যালেরিয়ার জন্য নতুন ফর্মুলায় তৈরি এই টিকা আফ্রিকার ঘানাতে সরকারিভাবে চালু করা হবে। ইতিমধ্যেই আফ্রিকার খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থার (ফুড অ্যন্ড ড্রাগ অথরিটি) তরফে এই ওষুধকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়, নয়া ফর্মুলায় তৈরি এই টিকা বাজারে ইতিমধ্যে উপলব্ধ টিকার থেকে অনেকটাই উন্নত। শুধু তাই নয়, ম্যালেরিয়ার জীবাণুর উপর কয়েক গুণ বেশি কার্যকরী হবে এই টিকা।

আরও পড়ুন: ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, সব রাখে কবজায়, এই সামান্য বীজের আর কী গুণ জানেন

আরও পড়ুন: গরমে কেমন অন্তর্বাস পরলে ভালো থাকবে পুরুষাঙ্গ? রইল আন্ডারওয়ার কেনার সেরা টিপস

নোভাভ্যাক্সের সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে আর২১ ম্যাট্রিক্স এম টিকা। এই টিকা ৫ মাস থেকে ৩৬ মাস বয়সি শিশুদেরই আপাতত দেওয়া হবে বলে খবর। এই বয়সের শিশুদেরই ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার বেশি। তাই এমন সিদ্ধান্ত। ঘটনাচক্রে আর২১ ম্যাট্রিক্স এম টিকাকে আফ্রিকার অনুমোদন একটি দৃষ্টান্ত তৈরি করল। এই প্রথম কোনও দেশে এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হল।

আরও পড়ুন: প্রচন্ড গরমে শরীরে জল কমে যাচ্ছে, কিন্তু বুঝবেন কীভাবে? জেনে নিন ৫ লক্ষণ

আরও পড়ুন: ব্যায়াম করতে গিয়ে হঠাৎ টান লেগেছে পেশিতে? ‘রাইস’ নিয়ম জানলেই কমবে ব্যথা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নুফিল্ড ডিপার্টমেন্ট অফ মেডিসিনের জেনের ইনস্টিটিউটের ডাইরেক্টর তথা এই প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক আদ্রিয়ান হিল বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গত ৩০ বছর ধরে ম্যালেরিয়া নিয়ে গবেষণা চলছে। যেসব দেশে ম্যালেরিয়ার ভীষণ বাড়বাড়ন্ত, সেই দেশের জন্য এখানে অত্যাধুনিক মাত্রার টিকা নিয়ে নিরন্তর গবেষণা করা হচ্ছে। 

তাঁর কথায়, এর আগেও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে কাজ করে অনেকটাই ভালো ফল মিলেছে।অক্সফোর্ডঅ্যাস্ট্রোজেনেকা কোভিড ১৯ টিকা তৈরির সময়  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেরামের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিল। তাতেই সেবার একটি বিপুল হারে টিকা তৈরি করা সম্ভব হয়। ম্যালেরিয়ার জন্য তৈরি এই নয়া টিকাও তেমনই বিপুল হারে তৈরি করা সম্ভব বলে জানাচ্ছেন আদ্রিয়ান। তবে এর ডোজ বেশ কম। ফলে টিকা নেওয়ার পর জটিলতার আশঙ্কাও কম বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup