Summer vacation: চাঁদিফাটা গরম, ছুটি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে স্কুলগুলিকে নির্দেশ পাঠাল ICSE

তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলগুলিকে এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন জাানানো হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে। এ বার রাজ্য সরকারের নির্দেশিকা যুক্ত করে অনুমোদিত সব স্কুলকে গরমে ছুটি এগিয়ে আনার জন্য বিজ্ঞপ্তি জারি করল স্কুল আইসিএসসি বোর্ড।

বোর্ডের প্রধান কার্যনির্বাহী ও সচিবের গেরি আরাথুনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিটি সমস্ত অনুমোদিত স্কুলের কাছে পৌঁছেছে। কবে থেকে গরমের ছুটি দেওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে স্কুলগুলি।

রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপ্যাল সুজয় বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন,’আমরা চিঠি পেয়েছি। সোমাবার এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সেন্ট অগাস্টিন ডে স্কুল শ্যামনগরের প্রিন্সিপ্যাল রডনি বোর্ণ জানিয়েছেন, তাঁরাও এই গ্রীষ্মাবকাশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেবেন। অভিভাবকদের মতামত নেওয়া প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল তাদের ওয়েব সাইটে গরমের ছুটি নিয়ে একটি নোটিশ দিয়েছে। সেই নোটিশে বলা হয়েছে ১৫ মে থেকে ১২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। ১২ মে শেষ কর্মদিবস। বোর্ড অনুমোদিত বাকি স্কুলগুলো আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবে।