NB Tour: ২০ এপ্রিল থেকে বিরাট সুযোগ, পাহাড়-ডুয়ার্সে পর্যটকদের জন্য NBSTC বাস

আর কয়েকদিনের মধ্যেই গরমের ছুটি পড়ে যাচ্ছে। এবার নাকি ছুটি এগিয়ে আসছে। অনেকেই পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু এনজেপি বা বাগডোগরাতে নামার পর সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যাবেন কীসে?

গাড়ির অভাব রয়েছে এমনটা নয়। কিন্তু বেসরকারি গাড়ির ভাড়া বেশ চড়া। তবে একদল পর্যটক মিলে যদি বেড়াতে যান তবে আপনি এনবিএসটিসির আস্ত একটা বাস ভাড়া করে নিতে পারেন। হিসেব বলছে চারচাকা গাড়ির থেকে এই সরকারি বাসের ভাড়ায় আপনার কিছুটা সাশ্রয় হতে পারে।

এনবিএসটিসি সূত্রে খবর, ২৫জন বা ১৮ জনের দল থাকলে আপনি এনবিএসটিসির বাস ভাড়া করে নিতে পারেন। এনজেপি স্টেশনে বা বাগডোগরায় নামার পরে আপনি দেখবেন আপনাদের জন্য অপেক্ষা করছে এনবিএসটিসির বাস। পর্যটকদের স্বাচ্ছন্দ্য়ের কথা ভেবে অত্যন্ত আরামদায়ক করা হয়েছে এই বাসগুলি। বর্তমানে কেবলমাত্র নন এসি বাসই চলবে। তবে পরবর্তী ক্ষেত্রে প্রয়োজনে এসি বাসও চালানো হবে।

এনবিএসটিসি সূত্রে খবর, ২০ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হচ্ছে। আপাতত পর্যটকদের জন্য যে রুটগুলির প্রস্তাব রাখা হয়েছে সেগুলি হল নিউজলপাইগুড়ি, বাগডোগরা বিমান বন্দর ও শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে পর্যটকদের বাসে তোলার ব্যবস্থা থাকবে। সেখান থেকে সোজা দার্জিলিং বাস স্ট্যান্ড, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাটাগুড়ি, ডেলো, মাদারিহাট, জলদাপাড়া বিন্দু পর্যন্ত আপনাকে সেই সরকারি বাস ছেড়ে দিয়ে আসবে।

আবার আসার পথে প্রয়োজনে আপনি আবার সেই সরকারি বাস বুক করতে পারেন। এক্ষেত্রে আপনাকে দার্জিলিং বাস স্ট্যান্ড, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাটাগুড়ি, ডেলো, মাদারিহাট, জলদাপাড়া বিন্দু থেকে আপনি ফেরার বাস ভাড়া করতে পারেন। সেই বাস আপনাকে আবার এনজেপি স্টেশন, বাগডোগরা বা তেনজিং নোরগে বাস টার্মিনাসে পৌঁছে দেবে। অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ জার্নি বলে জানিয়েছে এনবিএসটিসি।

তবে এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে পর্যটকরা প্রয়োজনে [email protected] -এ যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে তাঁরা এনবিএসটিসির শিলিগুড়ি ডিপোতে সবুজের পথে হাতছানি বিভাগের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সেখান থেকেই যাবতীয় তথ্য মিলবে।

এনবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে অনেকেই দল বেঁধে পাহাড়ে, ডুয়ার্সে বেড়াতে আসেন। তাঁরা আগাম এই বাস বুক করতে পারেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup