Raju Jha Murder Case: ছট্টু সিং আসলে কে?‌ রাজু ঝা হত্যাকাণ্ডের রহস্যভেদ করতে খুঁজছে তদন্তকারীরা

সম্প্রতি কয়লা মাফিয়া রাজু ঝা–কে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল। আর এই হত্যাকাণ্ডে আমন সিংয়ের ভাই ছট্টু সিংকে খুঁজছে পুলিশ। কারণ তদন্তে নেমে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, আমন জেলে বসে বিভিন্ন ধরনের অপারেশনের ছক কষে। আর ঠিক তারপরে সেটা বাস্তবায়িত করে ভাই ছট্টু সিং। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আর এই রাজু ঝা খুনের পিছনে ছট্টুর হাত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (‌সিট)‌ হাজারিবাগ জেলের সংলগ্ন সিসি ক্যামেরার ফুটেজ পেতে আদালতে আবেদন করেছে। কারণ রাজু খুনের আগে আমনের সঙ্গে কারা দেখা করতে এসেছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। সিটের দুই অফিসার ইতিমধ্যেই আমন সিংকে জেরা করেছেন। তবে তার কাছ থেকে তেমন কোনও তথ্য মেলেনি। আমনের বিরোধী গোষ্ঠীর গ্যাংস্টার প্রিন্সকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে আমনের সম্পর্কে কয়েকটি তথ্য তদন্তকারীরা পেয়েছেন। কিন্তু ছট্টু সিং ফেরার রয়েছে। অন্তরালে থেকেও খুন, তোলাবাজি, বোমাবাজি এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, এই ছট্টু সিং লুকিয়ে থেকে মাঝেমাঝেই ভিডিয়ো বার্তা দেয়। এই শ্যুটআউটের পর ভিডিয়ো বার্তা দেয় সে। এক পুলিশ কর্তাকেও অন্য ভিডিয়ো বার্তায় হুমকি দেওয়া হয়েছিল। যে কোনও অপরাধের আগে বা পরে সে তালিবানি কায়দায় ভিডিয়ো বার্তা দেয়। ‘গ্যাং অব ওয়াসিপুরের’ এই গ্যাংস্টারকে পাকড়াও করতে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের পুলিশ অনেকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে। এবার রাজু ঝা হত্যাকাণ্ডের পর ছট্টু সিংকে হাতে পেতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ।

কেন ছট্টু সিংকে সন্দেহ করা হচ্ছে?‌ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, রাজুর ঘনিষ্ঠদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে ছট্টু সিংয়ের নাম পাওয়া যায়। তদন্তকারীরা রাজু ঝার দু’টি আইফোন হাতে পেয়েছেন। সেখানের কললিস্ট থেকেও ছট্টু সিংয়ের নাম পেয়েছেন তাঁরা। ভাগলপুরের কাছে শার্প শ্যুটারদের লোকেশন মিললেও এখন কাউকে ধরা যায়নি। আমন সিংয়ের ভাই নতুন টিম তৈরি করে নানা অপারেশন করছে বলে তথ্য হাতে এসেছে। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতা চেয়েছে সিট ছট্টুকে পাকড়াও করার জন্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup