RCB Vs DC Preview: Delhi Capitals Looking To Get First Win Royal Challengers Bangalore Wants To Return To Winning Ways


বেঙ্গালুরু: আজ সপ্তাহান্তে এক নয়, দুই দুইটি আইপিএল ম্যাচ আয়োজিত হতে চলেছে। মাঠে নামছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা। আজ দিনের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নামছে। অর্থাৎ আইপিএলের দুই সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলিকে আজ একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

ওয়ার্নার আপাতত এ মরসুমে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁর দল দিল্লি ক্যাপিটালসও চার ম্যাচের একটিও জিততে পারেনি। অপরদিকে, কোহলিও কিন্তু টুর্নামেন্টের শুরুটা ভালই করেছেন, ভাল ফর্মে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিও। তবে তাঁর দলও গত দুই ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ জিতে দুই পয়েন্ট ঘরে তোলাটা ভীষণই জরুরি।

আরসিবি শিবিরে হ্যাজেলউড

তবে এর মাঝেই আরসিবির শক্তি বাড়িয়ে শিবিরে যোগ দিয়েছে জস হ্যাজেলউড। গত ডিসেম্বরে পেশিতে চোট পেয়েছিলেন জস হ্যাজেলউড। জানুয়ারি মাসের পর থেকে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননি তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে অবশেষে আরসিবি শিবিরে যোগ দিলেন অজি তারকা। শুক্রবার, ১৪ এপ্রিলই আরিসিবি শিবিরে যোগ দেন হ্যাজেলউড। ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর আগমনের ছবিও পোস্ট করা হয়। অবশ্য ভারতে চলে আসলেও, এখনই সম্ভবত তিনি মাঠে নামতে পারবেন। সম্পূর্ণ ফিট হতে তাঁর আরেক

টু সময় লাগবে বলেই খবর। 

কবে খেলা

আজ ১৫ এপ্রিল, শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্য়াপিটালস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরুতে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্য়াপিটালসের এই ম্যাচটি

দিল্লি অনুশীলনে পন্থ

চারটি ম্যাচে খেলতে নেমে প্রত্যেকটিতেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের () বিরুদ্ধে পঞ্চম খেলায় নামার আগে সতীর্থদের তাই উৎসাহ দিতে হাজির হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির অনুশীলনের মাঝে হাজির হয়েছিলে ঋষভ। গত ডিসেম্বরে কার্যত প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁকে। হয় অস্ত্রোপচারও। যে ধাক্কার জেরে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় এই কিপার-ব্যাটার। অবশ্য মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লিতে তাদের প্রথম হোম ম্যাচে মাঠেও হাজির হয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: চোট পেয়েছেন রাসেল? মুম্বই ম্যাচে খেলবেন? কী বললেন রানা?