Subho Nababarsha 1430 wishes: প্রিয় মানুষকে জানান শুভ নববর্ষ ১৪৩০-এর শুভেচ্ছা, কী লিখবেন জেনে নিন

নববর্ষ মানেই‌ একরাশ আনন্দ আর ভালোবাসার উদযাপন। প্রিয় মানুষদের সঙ্গে এই দিন আমাদের অনেকটা সময় কাটে। তাদের শুভকামনা জানিয়েই শুরু হয় নতুন বছরের পথ চলা। তবে প্রিয় মানুষকে কেমন শুভেচ্ছাবার্তা পাঠানো যায়, তা নিয়ে ভাবছেন? রইল বেশ কয়েকটি উষ্ণ শুভেচ্ছাবার্তা। আপনার প্রিয়জন এই শুভেচ্ছাবার্তা পড়লে খুশি হবেই।

 বিদায় নিল পুরনো বছর, পুরনো সব ব্যথা/ নতুন করে শুরু হল নয়া বছরের কথা/ শুভ পয়লা বৈশাখ ১৪৩০

শুভ পয়লা বৈশাখের অসংখ্য শুভ কামনা জানাই তোমায়। সুন্দর কাটুক তোমার আগামী দিনগুলি। পরিবার পরিজন সুস্থ থাকুক। 

আরও পড়ুন: এসি চালিয়ে এই ৫ ভুল করেন অনেকেই, তাই মাস গেলে মেটাতেও হয় মোটা অঙ্কের বিল

আরও পড়ুন: খালি পেটে কলা খেলে কী উপকার হয় জানেন? জানলে হয়তো পাল্টাবেন খাওয়ার অভ্যাস

মিষ্টি মুখে ফুটুক হাসি /এসেই গেল নতুন বছর/ পুরনো সব দুঃখ ভুলে/ নতুন করে শুরুর প্রহর/ শুভ নববর্ষ বন্ধু, অনেক শুভ কামনা জানাই তোমায়

নববর্ষের গোড়ায় তোমায় ও তোমার পরিবার পরিজনকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ ১৪৩০। 

শুভ পয়লা বৈশাখ বন্ধু। শুরু হল বাংলা ক্যালেন্ডারের নয়া বছর। গত বছরের সব দুঃখ ভুলে নতুন চাওয়া পাওয়া এই বছর পূরণ হোক, এই কামনা করি। 

আরও পড়ুন: সিদ্ধ ডিমের পুষ্টিগুণ কত ঘণ্টা থাকে জানেন? জানলে হয়তো পাল্টাবেন খাওয়ার অভ্যাস

আরও পড়ুন: এই বয়সে বিয়ে করলেই নাকি কমে বিচ্ছেদের আশঙ্কা! পুরুষদের কী নিদান দিচ্ছে গবেষণা

শুভ পয়লা বৈশাখ বন্ধু। আজ থেকে শুরু ১৪৩০ সাল। বাংলা নববর্ষের আগামী দিনগুলি খুব সুন্দর কাটুক তোমার। 

শুভ পয়লা বৈশাখ প্রিয়। আজ থেকে বাংলা নববর্ষ ১৪৩০ সাল শুরু। নতুন বছর সুন্দর কাটুক তোমার। মনের সব আশা পূরণ হোক ১৪৩০ বঙ্গাব্দে। 

হাসি আর আনন্দে নতুন বছর হয়ে উঠুক অমলিন। হয়ে উঠুক ভীষণ সুন্দর। আরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখি চলো। শুভ নববর্ষ বন্ধু, ১৪৩০ সালের অনেক শুভকামনা রইল। 

নতুন করে পথ চলা শুরু হোক, শুভ নববর্ষের এই শুভকামনা জানাই তোমাকে। শুভ নববর্ষ বন্ধু।

সব বাধাবিপত্তি এড়িয়ে এগিয়ে চলো নতুন পৃথিবীর দিকে। নতুন বছরে তোমার জন্য এই শুভকামনা রইল‌। শুভ নববর্ষ ১৪৩০। ভালো থেকো, পরিবার পরিজনদের ভালো রেখো।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup