TMC বিধায়কের বাড়ির পিছনের ঝোপ থেকে ৬টি ব্যাগ উদ্ধার করল CBI, রয়েছে টাকা?

নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করার প্রায় ২৪ ঘণ্টা পর বড় সাফল্য পেল সিবিআই। শনিবার বেলা ১২টা নাগাদ জীবনকৃষ্ণ সাহার বাড়ির পিছনের জঙ্গল থেকে ৬টি ব্যাগ উদ্ধার করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এই ব্যাগগুলির মধ্যে অন্তত ১টিতে টাকা রয়েছে বলে জানা গিয়েছে।

নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বেলা ১টায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে পৌঁছয় সিবিআই। এর পর শুরু হয় তল্লাশি। তবে প্রথম থেকে তিনি তদন্তে অসহযোগিতা করছিলেন বলে সিবিআই সূত্রে খবর। এমনকী বিকেলে নিজের মোবাইল ফোন ২টি বাড়ির পিছনের পুকুরে ফেলে দেন তিনি। এর পর তৃণমূল বিধায়ক পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। যদিও তাঁকে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, টানা ২৪ ঘণ্টা জেরার মুখে পড়ে শনিবার সকাল থেকে অবশেষে তদন্তে সহযোগিতা করতে শুরু করেন জীবনকৃষ্ণ। বাড়ির পিছনে তাঁর দেখানো জায়গায় একটি ঝোপের ভিতর থেকে ৬টি ব্যাগ উদ্ধার করেন তদন্তকারীরা। একেবারে নতুন ব্যাগগুলির মধ্যে কী রয়েছে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সিবিআই সূত্রে খবর, ব্যাগগুলির মধ্যে অন্তত ১টিতে টাকা রয়েছে।

ব্যাগ উদ্ধারে প্রশ্ন উঠছে, তবে কি সিবিআই আসার খবর আগে থেকে ছিল জীবনকৃষ্ণর কাছে? না কি সিবিআই আধিকারিকরা আসার পর কোনও সহযোগীকে দিয়ে ব্যাগ ঝোপের মধ্যে লুকিয়েছেন তিনি?

ওদিকে জীবনকৃষ্ণ সাহার ফোন ২টির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই। তিনটি পাম্প লাগিয়ে বিধায়কের বাড়ির পিছনের পুকুর ছেঁচে ফেলা হচ্ছে। অত্যাধুনিক যন্ত্র দিয়ে চলছে ফোনের খোঁজ। তবে শনিবার বেলা ১২টা পর্যন্ত ফোনের খোঁজ পাওয়া যায়নি।