কলে নেই জল, দুর্গাপুরে বন্ধই হয়ে গেল – মিড – ডে মিল রান্না, অভুক্ত ২০০ পড়ুয়া

রাজ্যে মিড – ডে – মিল নিয়ে অভিভাবকদের অভিযোগ প্রায় নৈমিত্তিক ব্যাপার। বৃহস্পতিবারও অনিয়মিত মিড – ডে – মিল ও পানীয় জলের ব্যবস্থা না থাকার প্রতিবাদ জানিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরের একটি স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। তারই মধ্যে আরও গুরুতর অভিযোগ এল দুর্গাপুর থেকে। অভিযোগ, প্রচণ্ড গরমে জলের অভাবে দুর্গাপুরে একটি স্কুলে তিন দিন ধরে বন্ধ মিড ডে মিল রান্না। ফলে স্কুলের প্রায় ২০০ পড়ুয়া দাবদাহের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি না পেয়েই বাড়ি ফিরছে।

পুর বোর্ডের মেয়াদ ফুরানোয় দুর্গাপুরে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। অবিলম্বে নির্বাচন করানোর দাবিতে বুধবার সেখানে পথে নেমেছিল বামেরা। ওদিকে পুর প্রশাসকের অধীনে শহরের পুর পরিষেবার যে কী হাল তা টের পাচ্ছে সেখানকার খুদেরা। দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডে হ্যানিম্যান সরণি সংলগ্ন একটি সরকারি প্রাথমিক স্কুলে মিড ডে মিল রান্না হয় পুরসভার জলের কল থেকে। কিন্তু প্রচণ্ড গরমে গত কয়েকদিন কল থেকে জল পড়ছে না। ফলে মিড ডে মিল রান্না বন্ধ। স্কুলের শিক্ষক গৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্কুলে ১৯২ জন পড়ুয়া রয়েছে। জল নেই বলে মিড ডে মিল রান্না হচ্ছে না। রান্না না হওয়ায় তারা বাড়ি থেকে টিফিন আনছে। বিষয়টি বিদ্যালয় পরিদর্শক ও পুরসভাকে জানিয়েছি। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি।

রাজ্যে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিড ডে মিলে ১০০ কোটি টাকার গরমিল হয়েছে বলে রিপোর্টে জানিয়েছে জয়েন্ট রিভিউ মিশন। রিপোর্টে প্রকাশ, ওই ৬ মাসে রাজ্যে যত মিড ডে মিল খাওয়ানো হয়েছে, তার থেকে ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিলের তথ্য দিয়েছে রাজ্য সরকার।