আমার কাছেও ঘুষ চেয়েছিল ছেলে, এমনকী খুনের হুমকি দেয়, দাবি জীবনকৃষ্ণর বাবার

ছেলে গ্রেফতার হতে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন জীবনকৃষ্ণ সাহার বাবা প্রবীণ ব্যবসায়ী বিশ্বনাথ সাহা। সোমবার দুপুরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, আমার কাছেও ঘুষ চেয়েছিল ছেলে। সপ্তাহখানেক আগে আমাকে খুনের হুমকি দেয়। আমি ওকে ছেলে বলে মানিই না।

টানা ৬৬ ঘণ্টা জেরা ও তল্লাশির পর সোমবার সকালে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে মুর্শিদাবাদের আন্দির বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে সিবিআই। ছেলে গ্রেফতার হওয়ায় যদিও স্বস্তি পেয়েছেন বাবা বিশ্বনাথ সাহা। প্রবীণ ব্যবসায়ী বিশ্বনাথবাবুর রেশনের ডিলারশিপ রয়েছে। সঙ্গে চালকলের কারবার রয়েছে তাঁর। রয়েছে হিমঘর। ছেলের গ্রেফতারির পর তিনি বলেন, ‘আমার ছেলে একটা ঘুষখোর। ও আমার কাছেও ঘুষ চেয়েছিল। মিড ডে মিলের চাল সরবরাহের একটি টেন্ডার জমা দিয়েছিলাম। তাতে আমার নাম ওপর দিকেই ছিল। ওকে বলেছিলাম একটু দেখিস। ও সেজন্য আমার কাছে ঘুষ চায়। বলে, ঘুষ না দিলে কাজ হবে না। আমি টাকা দিইনি। তার পর টাকা নিয়ে ও অন্যকে বরাত দেয়।

তিনি বলেন, ওর তোলাবাজি আর ঘুষ নেওয়া নেশায় পরিণত হয়েছিল। আমরা ওর জন্য ব্যতিব্যস্ত ছিলাম। এমনকী সপ্তাহ খানেক আগে আমাকে খুনের হুমকি দেয়। আমি ওকে ছেলে হিসাবে মানি না। ওর যা সাজা হওয়ার হোক। আমার ছেলে মরে গেছে। প্রায় একই প্রতিক্রিয়া জীবনকৃষ্ণর বোনের।

যদিও এদিন সিবিআই আধিকারিকরা জীবনকৃষ্ণকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় অন্য ছবি দেখা যায়। জীবনকৃষ্ণ স্ত্রী টগরী সাহার দিকে তাকাতেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। বলে ওঠেন, এ কেমন জীবন? এমন জীবন বাঁচব কখনও ভাবিনি।