Eid Ul Fitr Date in India and Bangladesh: ভারত আর বাংলাদেশে কবে খুশির ইদ পালিত হতে পারে? কবে দেখা যেতে পারে চাঁদ

পবিত্র রমজান মাস প্রায় শেষ সপ্তাহ এসে পৌঁছোলো। এই সপ্তাহের শেষেই ভারত এবং বাংলাদেশ-সহ সারা পৃথিবীর নানা জায়গায় পালিত হবে খুশির ইদ বা ইদ উল ফিতর। কিন্তু কবে সেই নির্দিষ্ট দিনটি? এখনও তার স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও আভাস পাওয়া গিয়েছে। জেনে নিন কবে সেই দিন।

গোটা রমজান মাস জুড়ে কঠোর নিয়মের মধ্যে দিয়ে যান ধর্মপ্রাণ মুসলমানরা। গোটা মাস রোজা পালন করা হয়। তার পরে মাসের শেষে আসে খুশির ইদ। ভারতে এই ইদের দিন জানানো হয় দিল্লির জামা মসজিদের তরফে। এবারেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু কবে হতে পারে এই খুশির ইদ?

(আরও পড়ুন: ২০৩০ সালে দু’বার আসবে রমজান, বিরল এই ঘটনা কেন ঘটবে জানেন)

যত দূর জানা গিয়েছে, সৌদি আরবের সঙ্গে একই দিনেই ইদ উল ফিতর পালন করতে পারেন এ দেশের মুসলমানরা। শুক্রবার এই ইদের চাঁদ দেখতে পাওয়া যেতে পারে বলেই মনে করছেন অনেকে। সেই হিসাব মিললে শনিবার ভারত আর বাংলাদেশে পালিত হবে খুশির ইদ। আর শুক্রবার চাঁদ দেখা না গেলে তা পিছিয়ে যাবে রবিবারে।

তবে বৃহস্পতিবারই পূর্ব এশিয়ার দেশগুলিতে ইদের চাঁদ দেখা যেতে পারে। আগে এমনই বলেছিল সংযুক্ত আরব আমিরশাহীর আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। পরে অবশ্য তারা আর এই বিষয়ে নিশ্চয়তা দেয়নি। তাদের আগের পূর্বাভাস সত্যি হলে সৌদি আরব-সহ পূর্ব এশিয়ার এই দেশগুলিতে শুক্রবারই পালিত হবে খুশির ইদ। দক্ষিণ ভারতের কিছু অংশে এবং বাংলাদেশের কয়েকটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিলিয়েই পালন করা হয় ইদ। সেক্ষেত্রে এই জায়গাগুলিতে শুক্রবারই ইদ উল ফিতর পালন করতে পারেন মুসলমানরা। একই দিনে আফ্রিকা ও ইউরোপের বড় অংসেও ইদ পালিত হতে পারে। তবে সৌদি আরবেও শেষ পর্যন্ত শুক্রবার ইদ হচ্ছে, নাকি শনিবার হচ্ছে, তা এখনও পরিষ্কার নয়। বৃহস্পতিবার টেলিস্কোপে চাঁদ দেখার চেষ্টা চালাবে আবু ধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তার পরেই এই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। 

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়। তাই সব মিলিয়ে শুক্রবার ইদ পালিত হওয়ার সম্ভাবনা কমই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup