IPL 2023: BCCI Punishes KKR Skipper Nitish Rana, MI’s Hrithik Shokeen After Verbal Spat, Suryakumar Fined ₹12 Lakh


মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঝামেলায় জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের (MI vs KKR) অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলার হৃতিক শোকিন। যার জেরে দুই ক্রিকেটারকেই ভর্ৎসনা করা হল। আইপিএলের (IPL 2023) আচরণবিধি ভাঙার জন্য। 

পাশাপাশি সূর্যকুমার যাদবের মোটা জরিমানা হল। মন্থর বোলিংয়ের জন্য। রবিবার বিকেলের ম্যাচে রোহিত শর্মা অসুস্থ থাকায় প্রথম একাদশে ছিলেন না। তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। পরে অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নেমেছিলেন রোহিত। তবে অধিনায়ক ছিলেন স্কাই-ই।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ে ২০ ওভার বোলিং শেষ করতে পারেনি মুম্বই। যে কারণে সূর্যকুমারের ম্যাচ ফি থেকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে নীতীশকেও। যা কেকেআর অধিনায়কের হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে পারে। আইপিএলের আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে নীতীশকে। 

দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু ম্যাচ বাঁচাতে পারলেন না বেঙ্কটেশ আইয়ার। তাঁর পাল্টা মুম্বইয়ের জার্সিতে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে দ্রুত রান তুললেন রোহিত শর্মা। ওপেনিং পার্টনারশিপে মাত্র ৫ ওভারে ৬৫ রান তুলেই কেকেআরের হাত থেকে ম্য়াচের রাশ কেড়ে নিয়েছিলেন রোহিত-ঈশান। বাকি কাজটা নিঁখুতভাবে সম্পন্ন করে দেন সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক ভার্মারা। ১৮৬ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ড

ে তুলে নেয় মুম্বই শিবির।

১৮৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন ঈশান। প্রথম একাদশে শুরু থেকে না খেললেও পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেনে নেমেছিলেন রোহিত। তিনিও ১৩ বলে ২০ রানের ছোট্ট উপযোগী ইনিংস খেলেন। মুম্বই শিবিরে প্রথম আঘাত হানেন সুয়াশ শর্মা। তবে নির্দয় ছিলেন বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্যাটার। নিজের ২৫ বলে ৫৮ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি হাঁকান ঈশান কিষাণ। সূর্যকুমার যাদবও এদিন রানে ফিরলেন। তিনি ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। শেষ দিকে তিলক ভার্মা ২৫ বলে ৩০ ও টিম ডেভিড ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন। কলকাতার বোলারদের মধ্যে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন সুয়াশ শর্মা। ১টি করে উইকেট নেন শার্দুল, বরুণ ও লকি। তবে কেউই এদিন সেভাবে ছাপ ফেলতে পারেননি। 

আরও পড়ুন: চোটে জর্জরিত সিএসকে, কোহলির ফর্ম আজ ভরসা আরসিবির