IPL 2023: মুখোমুখি মহারণে কারা এগিয়ে? মারক্রাম-রোহিত ডুয়েলের আগে চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানে

<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মার নেতৃত্বাধীন মুম্বই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা মোট ৫ বার খেতাব জিতেছে। অন্য়দিকে সানরাইজার্স ডেকান চার্জার্স নামে একবার ও সানরাইজার্স নামকরণের পর একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। নতুন অধিনায়ক এইডেন মারক্রামের নেতৃত্বে এবার খেলছে কমলা বাহিনী। সানরাইজার্স দলের স্পিনার ময়ঙ্ক মার্কাণ্ডে এর আগে মুম্বইয়ের জার্সিতে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে খেলেছেন। এবার তার পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন এই তরুণ স্পিনার। এখনও পর্যন্ত ২ দল মোট ১৯ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১০ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্য়ে একটি ম্যাচ সুপার ওভারে খেলা হয়েছিল। অন্যদিকে বাকি ৯টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। গত বছর ওয়াংখেড়েতে শেষবারের সাক্ষাতে ৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হায়দরাবাদ শিবির। শেষ পাঁচবারের সাক্ষাতে মুম্বই অবশ্য এগিয়ে রয়েছে। তারা মােট ৩ বার জয় পেয়েছে।</p>
<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদের মাঠে কে এগিয়ে?</strong></p>
<p style="text-align: justify;">আজকের ম্য়াচটি সানরাইজার্স হায়দরাবাদের জন্য হোম ম্য়াচ। নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী ইন্টারন্য়াশনার স্টেডিয়ামে খেলা হবে। এই মাঠে মোট ৭ বার দুটো দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স। ৩ বার জিতেছে মুম্বই শিবির। ২০১৯ সালে এই মাঠে ২ দলের শেষ সাক্ষাতে মুম্বই ৪০ রানে হারিয়ে দিয়েছিল হায়দরাবাদকে। মারক্রামের দল এখনও পর্যন্ত তাঁদের ঘরের মাঠে মোট ৪৬টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৩১টি ম্যাচ জিতেছে ও ১৫টি ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে তাদের। শেষ এই মাঠে পাঞ্জাব কিংসকে চলতি আইপিএলেই হারিয়েছে সানরাইজার্স।</p>
<p style="text-align: justify;"><strong>আরসিবিকে হারাল চেন্নাই</strong></p>
<p style="text-align: justify;">রানযুদ্ধ পেরিয়ে শেষ হাসি চেন্নাইয়ের। প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়ে ঢাকা ম্যাচে ৮ রানের ব্যবধানে আরসিবিকে (RCB) টেক্কা দিল সিএসকে (CSK)। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রানে থামল। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তুলেছিল ২২৬ রানের ম্যামথ টোটাল। ইনিংসের মাঝপথে যে রানকে যথেষ্ট মনে হলেও ব্যাঙ্গালোরের রান তাড়া করার সময়ে যেমনটা মোটেই মনে হয়নি। বরং বারবার পেন্ডুলামের মতো ম্যাচের রেশ ঢলেছে দুই দলের দিকে। যদিও শেষ ওভারে ১৯ রান বাঁচানোর পুঁজি নিয়ে বল করতে গিয়ে ঠান্ডা মাথায় ইয়র্কারে ভর করে দলে ঢোকা মাথিসা পাতিরানা বাজিমাত করলেন। পাল্টা আক্রমণের পরও বিফলে গেল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরান।&nbsp;</p>