IPL 2023: Rohit Sharma Etched His Name In Elite List Comprising Virat Kohli


হায়দরাবাদ: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্য়াটারদের তালিকায় রোহিত শর্মার (Rohit Sharma) নাম একেবারে প্রথম সারিতে থাকবে। বিশ্বের এমন কোনও জায়গা নেই যেখানে রোহিত রান করেননি। আইপিএলে (IPL 2023) অধিনায়ক হিসাবেও সর্বাধিক পাঁচ-পাঁচটি আইপিএল খেতাব জিতেছেন রোহিত। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs MI) ইতিহাস গড়লেন ব্যাটার রোহিত শর্মা। বিরাট কোহলিদের বিশেষ তালিকায় নাম লেখালেন রোহিত। কোন তালিকায় নাম লেখালেন তিনি?

রোহিতের ইতিহাস

বিরাট কোহলি, শিখর ধবন ও ডেভিড ওয়ার্নারের পর রোহিত শর্মাই চতুর্থ ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রান সম্পূর্ণ করলেন। নিজের ২৩২তম আইপিএল ম্যাচে ছয় হাজার রানের গণ্ডি পার করলেন রোহিত। ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে পরপর বলে দুইটি চার মেরে ছয় হাজার রানের গণ্ডি পার করলেন রোহিত। রোহিত ওই ওভারে পরের বলে আরও একটি হার মারেন। তবে রোহিত এদিন ১৮ বলে ২৮ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরান রোহ

ত।

প্রথম ইনিংস

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক এইডেন মারক্রাম। এই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফেরেন রোহিত শর্মা। তাঁর পাশাপাশি এই ম্যাচে একাদশে ফেরেন জেসন বেরেনডর্ফও। ফলে যমজ ভাই মার্কো জানসেনের বিপরীতে ডুয়ান জানসেনের মাঠে নামা হল না। মুম্বইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান কিষাণ শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেন। দুই ওপেনার ৪১ রান যোগ করেন। রোহিত এই ম্যাচেই মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। তবে ২৮ রানের বেশি করতে পারেননি তিনি। রোহিতকে সাজঘরে ফেরান টি নটরাজন।

রোহিত আউট হওয়ার পর এদিন মুম্বই সকলকে খানিকটা চমকে দিয়েই ক্যামেরন গ্রিনকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠায় মুম্বই ম্যানেজমেন্ট। অজি তারকা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কিন্তু নিজের দুরন্ত ব্য়াটিংয়ের মাধ্যমে সঠিকই প্রমাণ করেন। প্রথমে ঈশানের সঙ্গে ৪৬ ও তারপরে তিলকের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন গ্রিন। ঈশান এদিন ৩৮ রান করে সাজঘরে ফেরেন। তবে সূর্যকুমার ফের ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি মাত্র সাত রানে সাজঘরে ফেরেন। তবে তিলক বর্মার ঝোড়ো ইনিংস মুম্বইকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায়।

শেষের দিকে গ্রিনকে আরেক অজি তারকা টিম ডেভিডও যোগ্য সঙ্গ দেন। দুই অজি তারকা পঞ্চম উইকেটে ২১ বলে ৪২ রান যোগ করেন। ডেভিড ১৬ রান করেন। ইনিংসের শেষ বলে অবশ্য রান আউট হন তিনি। সানরাইজার্সের হয়ে বল হাতে মার্কো জানসেন সফলতম বোলার। তিনি ৪৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন। মুম্বই এই রান ডিফেন্ড করতে পারবে, না মারক্রামরা জয়ের হ্য়াটট্রিক করবেন, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: অর্জুনের হাত ধরেই এগোচ্ছে তেন্ডুলকর-নামা, শুভেচ্ছা সৌরভ, শাহরুখের