Sourav Ganguly Virat Kohli Spat Once Again Grabs Headline As Both Unfollow Each Other Amidst IPL 2023


By : ABP Ananda | Updated : 18 Apr 2023 09:34 PM (IST)

লড়াই যেন থামতেই চাইছে না। সম্পর্কের তিক্ততাও কি প্রতিনিয়ত বেড়েই চলেছে? ফের বিতর্কের কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি। জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠল। আইপিএলের মাঝেই। বিতর্ক আরও উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিলেন সৌরভ ও বিরাট। নতুন করে বিতর্কের সূত্রপাত হল আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে।