Vidyasagar Setu: স্বাস্থ্য পরীক্ষা হবে বিদ্যাসাগর সেতুর, বন্ধ থাকবে দু’রাত, কোন রুটে যাবে গাড়ি?

দুরাত বন্ধ থাকবে কলকাতার বিদ্যাসাগর সেতু। মূলত সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতি সংক্রান্ত কিছু কাজ করার জন্য এই দু রাত বন্ধ রাখা হবে সেতু। সেই সময় রাতে কোনও গাড়ি চলাচল করবে না বলে খবর। অন্য রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। চলতি মাসেই দুরাত এই সেতু বন্ধ থাকতে পারে। তবে কবে এই সেতু বন্ধ থাকবে তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি।

তবে সূ্ত্রের খবর, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এনিয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে। মূলত তারাই এই ব্রিজের রক্ষণাবেক্ষণ করে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চলতি মাসে শেষ দুরাত এই রক্ষণাবেক্ষণের কাজ হতে পারে। তবে এই সেতু রাতে বন্ধ থাকলে কাদের সবথেকে বেশি সমস্যা হবে সেটা সবার আগে জানার চেষ্টা করা হচ্ছে। কারণ রাতেও এই সেতু দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। সেক্ষেত্রে সব দিক খেয়াল রেখেই তবে এই সেতু বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। সেই সময় সমস্ত পণ্যবাহী গাড়িকে টালা সেতু, চিৎপুর উড়ালপুল, ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কিছু ছোট গাড়িকে হাওড়া সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর। সব মিলিয়ে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে পুলিশ

এদিকে গত ডিসেম্বর মাস থেকেই এই সেতুর সংস্কারের জন্য দিন ঠিক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তখন আবার সাঁতরাগাছি সেতু বন্ধ ছিল। একই সঙ্গে দুটি সেতু বন্ধ থাকলে বড় সমস্য়া হতে পারে। সেকারণে তখন অনুমতি দেওয়া যায়নি। তবে এবার কবে এই সেতু বন্ধ থাকে সেটাই দেখার।

তবে পুলিশ চাইছে কোনও ছুটির দিনে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করা হোক। তাহলে গাড়ি চালকদের কিছুটা সুবিধা হবে। সাধারণ মানুষেরও এক্ষেত্রে সমস্যা কমবে।

মূলত নির্দিষ্ট সময় অন্তত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না সেটা দেখা হয়। যে কেবলগুলি সেতুর সঙ্গে সংযুক্ত করা রয়েছে সেগুলির উপর খেয়াল রাখে সংস্থা। সেখানে কোনও সমস্যা হলে আখেরে সমস্যা হতে পারে সেতুর। সেতুর ভারবহনের ক্ষেত্রে কোথাও কোনও গলদ রয়েছে কি না সেটাও দেখা হবে বলে খবর।