তদন্তের হাত থেকে বাঁচতে মুকুলকে দিল্লি পাঠিয়েছেন মমতা: বিকাশরঞ্জন

মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তথন নতুন তত্ত্ব খাড়া করলেন বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি নিয়োগ দুর্নীতিতে জেলযাত্রার হাত থেকে বাঁচতে মুকুলকে দিল্লি পাঠিয়েছেন মমতাই। বুধবার দুপুরে বারাসত আদালতে এসে এই মন্তব্য করেন বিকাশরঞ্জনবাবু।

এদিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরিপ্রার্থীদের প্রধান আইনজীবী বিকাশবাবু বলেন, ‘মুকুল এমনি এমনি গেছেন? মুকুলকে মমতা পাঠিয়েছেন। ওসব নাটক, মাথাখারাপ, পেটখারাপ এসব বলে লাভ নেই। এখন তিনি চেষ্টা করছেন নিজেকে এবং অভিষেককে বাঁচাবার জন্য। কারণ, তদন্ত যে জায়গায় গেছে সেখান থেকে ওদের বাঁচার কোনও রাস্তা নেই। একমাত্র অমিত শাহ আর মোদীর পায়ে ধরা ছাড়া। সেই জন্য মুকুলকে জোর করে পাঠিয়েছেন’।

সঙ্গে বিকাশবাবুর দাবি, ‘নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে তলব করা উচিত সিবিআইয়ের। এই দুর্নীতিটা পরিকল্পনামাফিক হয়েছে। আর সেই পরিকল্পনা হয়েছে রাজ্যের সচিবালয়ে (নবান্নে)। পার্থ তো ২ নম্বর। সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁকে হেফাজতে নিয়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুক, সব বেরিয়ে যাবে।’

তিনি বলেন, ‘ওরা জানে তদন্ত হলে ধরা পড়ে যাব। তাই সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্ট হয়তো আজকে একটা স্থগিতাদেশ দিয়েছে। আমরা যখন যাব। শুনানি হবে, এই আদেশ প্রত্যাহার হয়ে যাবে।’