‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল, থাকবে!’ জাতীয় তকমা হারালেও নাম বদলাচ্ছেন না মমতা

সম্প্রতি জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। জানিয়েদিলেন তৃণমূলের সঙ্গে ‘সর্বভারতীয়’ শব্দটি যেমন রয়েছে, তেমনি থাকবে।

জাতীয় দলের তকমা চলে যাওয়া নিয়ে তিনি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কেন্দ্রকে মমতার জিজ্ঞাসা,’নিবার্চন কমিশন আপনার হাতে রয়েছে বলে আপনি যা খুশি তাই করতে পারেন? এই নিয়ে নিয়ম কী বলেন? ১০ বছর পর পর রিনিউ হয়। শেষ বার রিনিউ হয়েছিল ২০১৬ সালে। তাহলে ২০২৬ অবধি সময় পাওয়ার কথা। অন্তত ২০২৪ সাল পর্যন্ত সময় পাওয়ার কথা ছিল।’

এ নিয়ে কমিশনের ব্যাখ্যা ছিল, ২০১৬ সালে জাতীয় দলের তকমা ১০ বছরের জন্য পেলেও তা আসলে কার্যকরী হয়েছে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। মমতার কথায়, ‘বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যা খুশি করাক। আমরা বিচার চাইব মানুষের কাছে।’

তৃণমূল নেত্রীর আরও প্রশ্ন,’তৃণমূল কংগ্রেসর ক’জন সাংসদ রয়েছে, ক’জন বিধায়ক রয়েছে সেটা দেখুন।এত সাংসদ, বিধায়ক দেশে ক’টা রাজনৈতিক দলের আছে?’

বতর্মান রাজনীতি আঞ্চালিক দলের গুরুত্ব যে ক্রমশ বেড়েছে তা মনে করিয়ে দিয়ে মমতা বলেন,’বি আর অম্বেডকর যখন সংবিধান রচনা করেছিলেন তখন আঞ্চলিক দলের ধারণা সেভাবে ছিল না। কিন্তু পরবর্তী কালে পরিস্থিতি বদলেছে। মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহকে মর্যাদা দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কিন্তু বিজেপি এ সব বোঝে না। কারণ, সংবিধান রচনায় তাদের কোনও ভূমিকা ছিল না। ওদের যা মর্জি হচ্ছে, ওরা তাই করছে।’

তাঁর সংযোজন,’ আমরা কারও দয়ায় সর্বভারতীয় দল হইনি। আমরা সর্বভারতীয় দল ছিলাম, থাকব। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল, থাকবে।’