AI image of Indian Cricketer: ছোটবেলায় এমন দেখতে ছিলেন বিরাট, মাহি? দেখলে বেশ অবাক হবেন কিন্তু

একের পর এক কামাল দেখাচ্ছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা। মাঝে মাঝেই কৃত্রিম বুদ্ধিমত্তার নানারকম কারসাজি ভাইরাল হয় নেট দুনিয়ায়। এবারেও তেমনটাই হল। আইপিএল-এর মরসুমে বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনিকে ফুটিয়ে তুলল এআই। বিশেষ ছবিতে। তবে ছবি দেখে তাদের এখনের চেহারা সহজে ঠাহর করা মুশকিল‌। কারণটা আর কিছুই নয়, ছবি দুইটি তাদের ছোটবেলার। অবাক হচ্ছেন? ভাবছেন, ছোটবেলার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা আবার পাবে কোথা থেকে? পেতে লাগে না এমন ছবি। সাম্প্রতিক ছবি দেখেই ছোটবেলার মুখের আদল গড়ে দিতে পারে এই অত্যাধুনিক এআই যন্ত্র। আর তার জেরেই নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হলেন দুজন। বিরাট ও মহেন্দ্র সিং ধোনির ‘খুদে’ সংস্করণে মজল সমাজ মাধ্যম।

শিল্প ও উদ্ভাবনের জগতে রীতিমতো ঝড় তুলছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা। চিকিৎসা, নিরশমাণ শিল্প ও প্রযুক্তির দুনিয়া বাদে ছবি ও শিল্পের জগতেও হাত পাকিয়ে ফেলছে যন্ত্র। সেই যন্ত্রের কারসাজিই এবার ভাইরাল হল নেটজগতে। কিছুদিন আগে দেখা গিয়েছিল বিখ্যাত পব ব্যক্তিদের সেলফি। গত শতকের যে সময়ের ব্যক্তিরা ওই ছবিগুলিতে ধরা দেন, সে সময়ে মোবাইল দূর, কম্পিউটারও ছিল না। কিন্তু ছবিতে দেখা যায়, তাঁরাই নাকি সেলফি তুলছেন তাঁদের ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। আসলে সেসবের পুরোটাই ছিল এআইয়ের কারসাজি। এবারের দফায় এল নতুন ছবি।

শুধু বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি নন। এই তালিকায় ছবি এল আরও কয়েকজন ক্রিকেট তারকার। রোহিত শর্মা থেকে রবীন্দ্র জাদেজাও ধরা দিয়েছেন তাদের ছোটবেলার আদুরে ছবিতে। একইসঙ্গে রয়েছেন যশপ্রীত বুমরাহ, কে এল রাহুলও। তবে ছবি নির্মাতা তাঁর কাজের বিশেষ ছাপ রেখেছেন‌। নেহাত ছোটবেলার ছবি হলেও প্রত্যেকের গালে, মুখে রয়েছে দাঁড়ি, গোঁফ। এর ফলে তাঁদের চেনাটা খুব কঠিন হবে না কিন্তু।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup