Arjun Tendulkar Has Inherited The Temperament Of His Father Sachin Tendulkar: Sunil Gavaskar


মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গতকাল আইপিএলে খেলতে নেমে নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন অর্জুন তেন্ডুলকর। টুর্নামেন্টে অর্জুনের প্রথম শিকার ভুবনেশ্বর কুমার। আরেক তারকা পেসার। তবে শুধু উইকেট তোলাই নয়। গোটা ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এছাড়াও শেষ ওভারে স্নায়ুর চাপ সামলে বোলিং করেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুনীল গাওস্কর। 

কী বলছেন গাওস্কর?

আইপিএলে ধারাভাষ্য়কারের দায়িত্ব সামলাচ্ছেন সুনীল গাওস্কর। তিনি বলেন, ”সচিন যখন খেলা শুরু করেছিল, তখন সবাই ওর প্রতিভা নিয়ে বারবার আলোচনা করেছে। কিন্তু এটা উল্লেখ করতেই হবে যে মানসিক স্থিতিশীলতা ওর ছিল, তা এক কথায় অসাধারণ। আমার মনে হয় অর্জুনও বাবার থেকে এই বিষয়টা পেয়েছে। অর্জুনকে সবসময়ই বুদ্ধিমান মনে হয়েছে খেলার সময়। এছাড়াও একজন তরুণ বোলার যখন ডেথ ওভারে বল করে, তখন তা দলের ও সেই বোলারের জন্য় দারুণ ইতিবাচক দিক।”