Earn While Learn: গরিব পড়ুয়াদের জন্য পড়তে পড়তে কাজ, ঘণ্টা মেপে টাকা, প্রস্তাব UGC’র

শিখতে শিখতেই উপার্জন করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার ইউজিসি এনিয়ে earn while learn স্কিমের সূচনা করতে চাইছে। মূল লক্ষ্য হল আর্থ সামাজিকভাবে যারা পিছিয়ে রয়েছেন সেই সব পড়ুয়ারা পড়তে পড়তেই যাতে আয় করতে পারেন। তাদের পড়াশোনায় সহায়তা করতে পারেন। পাশাপাশি পেশাগত ক্ষেত্রে আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য় তারা তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারেন।

কমিশনের পক্ষ থেকে এই স্কিমটার প্রস্তাব দেওয়া হয়েছে। Equitable Opportunity to the socio Economically Disadvantage Groups( SEDGs) এর জন্য় এই প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে এনিয়ে ফিডব্যাকের চাওয়া হচ্ছে।

জাতীয় শিক্ষানীতির নানা গাইড লাইন মেনে এই নয়া বিষয়টিকে প্রয়োগ করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য এই বিশেষ স্কিম লাগু হতে পারে।

এদিকে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে একাধিক শ্রেণিবিভেদ করা হয়েছে। তার মধ্যে মহিলা ও রূপান্তরকামীরা রয়েছেন, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি গ্রুপ, সংখ্যালঘুর ভাগ রয়েছে। ছোট গ্রাম, ছোট শহরের পড়ুয়া আবার আর্থ সামাজিক ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদেরকেও আলাদা ভাগ করা হয়েছে।

এই নয়া প্রস্তাবিত স্কিমে বলা হয়েছে, দুঃস্থ ছেলে মেয়েরা পড়া চলাকালীন তারা পার্ট টাইম কাজ করতে পারবেন। গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে সহকারি হিসাবে, লাইব্রেরি অ্য়াসাইনমেন্ট, কম্পিউটার সার্ভিস, ডেটা এন্ট্রি, ল্যাব অ্য়াসিস্ট্যান্টের কাজ তাঁরা আংশিক সময়ের জন্য় পেতে পারেন। এতে তাঁরা সংসারকেও কিছুটা সহায়তা করতে পারবেন।

এই নয়া প্রস্তাবিত স্কিমে বলা হয়েছে, পড়ুয়ারা তাদের ব্যক্তিত্বকে আরও বেশি ক্ষুরধার করতে পারবেন, টেকনিকাল জ্ঞান পাবেন যা আাগামী দিনে তাদের নতুন পেশাগত অ্যাসাইনমেন্ট পেতে সহায়তা করবে।

এই খসড়ায় উল্লেখ করা হয়েছে, ঘণ্টার ভিত্তিতে এতে পারিশ্রমিক পাবেন পড়ুয়ারা। প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে হতে পারে। প্রতি মাসে ২০ দিন কাজ থাকবে। ক্লাসের সময়ের পরে এই কাজ তাঁরা করতে পারবেন। এজন্য তাঁরা নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন।

এই পার্ট টাইম কাজের মেয়াদ ফুরিয়ে গেলে তাঁরা একটি সার্টিফিকেটও পাবেন। এটা সংশ্লিষ্ট ছাত্রের কেরিয়ার গড়তে সহায়তা করবে। এর মাধ্যমে তাদের কাজের অভিজ্ঞতাও হবে।

সেই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা থাকবে।