Joshimath: যোশীমঠ নিয়ে ধামির স্বস্তি-বার্তার পরই নতুন করে ফাটল বহু বাড়িতে, ফের উদ্বেগের প্রহর শুরু

সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, যে আগের থেকে আপাতত যোশীমঠের পরিস্থিতি স্থিতিশীল। তারপরই নতুন করে উত্তরাখণ্ডের যোশীমঠে দেখা গিয়েছে বহু বাড়িতে ফাটল। বহু স্থানীয়রা অভিযোগ তুলেছেন, যে তাঁদের বাড়িগুলিতে ফাটল দেখা যেতে শুরু করেছে।

গত ১৮ এপ্রিল যোশীমঠের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কুমকুম যোশীর কাছে একটি চিঠিতে এই ফাটলের অভিযোগ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, স্থানীয় প্রশাসন যাতে ফের একবার ওই এলাকার সমীক্ষা করে দেখে। এছাড়াও তাদের বাড়িগুলিও যাতে ফের একবার পরীক্ষা করা হয়। যোশীমঠের চাওয়ানিবাজারের বাসিন্দা বাসন্তী দেবী ও তাঁর ছেলে নরেন্দ্র লাল। তাঁদের অভিযোগ,’ নতুন ফাটল দেখা গিয়েছে আমাদের বাড়িতে। আগে সামান্য চুলচেরা মতো ফাটল ছিল। তবে এখন সেই ফাটল আগের থেকে অনেকটাই চওড়া হয়েছে।’ তাঁরা বলছেন, প্রশাসনের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন, যাতে আবার সমীক্ষা করা হয়। ‘যোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতির’ অতুল সাতি বলছেন, ‘এখানের যা পরিস্থিতি তা , যা দাবী করা হচ্ছে তার থেকে আলাদা।’ স্থানীয়রা বলছেন, পরিস্থিতি আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। ফাটল ক্রমাগত বাড়ছে। 

( পরনে স্নান-পোশাক, ৩ তরুণীর গলা কাটা দেহ পোঁতা মাটিতে! বেড়াতে গিয়ে ভয়াবহ কাণ্ড)

বিষয়টি নিয়ে যোশীমঠের এসডিএম কুমকুম যোশী বলেছেন, ‘আমি অভিযোগ পেয়েছি, কয়েকজন স্থানীয়ের থেকে যে, সেখানে তাঁদের বাড়িতে ফাটল দেখা গিয়েছে।’ তিনি বলছেন, তাঁদের প্রযুক্তিগত টিম এই পর্যবেক্ষণ করবে। তারপর যদি তারা মনে করে যে ওই বাড়িগুলিতে বসবাস বাসিন্দাদের পক্ষে ক্ষতিকর, তাহলে বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে আনা হবে। এছাড়াও বাসিন্দাদের ক্ষতিগ্রস্তদের তালিকায় রাখা হবে বলেও আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ৮০০ টি ভবনে যোশীমঠে এই ফাটল দেখা গিয়েছে। এই ৮০০ টি ভবনের মধ্যে ছিল ব্যবসায়িক নানান প্রতিষ্ঠান। এদিকে, সদ্য় এক ভাষণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি বলেন, যোশীমঠের পরিস্থিতি যেমন দেখানো হচ্ছে, আসলে তেমন নয়। তিনি বলেন, ‘ আমি এটা স্পষ্ট করতে চাই যে, যোশীমঠ আর উত্তরাখণ্ডের যে পরিস্থিতি তুলে ধরা হচ্ছে, তেমনটা আসলে নয়। আমরা সরকারি স্তরে ও প্রশাসনিক স্তরে সমস্ত রকমের ব্যবস্থা রাখছি।’ তাঁর এই বার্তার পরই যোশীমঠে নতুন করে বাড়িগুলিতে ফাটল দেখতে পাওয়ার ঘটনা সামনে আসে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup