Oxfam India: অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের সিবিআইয়ের, রয়েছে বড়সড় বিধি লঙ্ঘনের অভিযোগ

বিদেশি অবদান বিধি লঙ্ঘনের অভিযোগে অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলে সিবিআই। উল্লেখ্য, ২০১০ সালে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন-এর আওতায় নথিভূক্ত ছিল অক্সফ্য়াম ইন্ডিয়া। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন-এর আওতায় যে অর্থ এই সংস্থায় এসেছিল, তার পদ্ধতি সঠিক ছিল না বলে অভিযোগ।

উল্লেখ্য, ১.৫ কোটি টাকা ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে অক্সফ্যাম ইন্ডিয়ার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে না গিয়ে, তা ফরেন কন্ট্রিবিউশন ইউটিলাইজেশন অ্যাকাউন্টে ঢুকেছিল। তার জেরেই এই মামলা। বিধি ভঙ্গের অভিযোগের জেরে, এফসিআরএ রেজিস্ট্রেশন ক্রোক করে নেওয়া হয়েছে। অভিযোগ, এই সংস্থা ভিন্ন পথে বিদেশ থেকে আর্থিক ফান্ড নিয়ে আসার চেষ্টা করেছে। উল্লেখ্য, বিধি অনুসারে কোনও সংস্থা বিদেশ থেকে পাওয়া সহায়তা অন্য কোনও জায়গায় স্থানান্তরিত করা যায় না। তবে সংশোধিত আইনি চালু হওয়ার পরও বিদেশ থেকে পাওয়া অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরিত করছে অক্সফ্যাম ইন্ডিয়া। 

( অসমে তৈরি হচ্ছে কামাখ্যা মন্দির করিডর, ‘ল্যান্ডমার্ক উদ্যোগ’ প্রশংসা মোদীর)

আয়কর বিভাগের সমীক্ষায় এক উদ্ধার হওয়া ইমেল থেকে দেখা গিয়েছে, অক্সফ্যাম ইন্ডিয়া, তার বিভিন্ন সঙ্গী ও কর্মীদের মাধ্যমে সেন্টার ফর পলিসি রিসার্চকে টাকা ‘কমিশন’ হিসাবে সরবরাহ করেছে। এই একই তথ্য অক্সফ্যামের টিডিএস ডেটা থেকেও উদ্ধার হয়েছে। সেখানেও দেখা গিয়েছে, সিপিআপকে ১২.৭১ লাখ টাকা দেওয়া হয়েছে ২০১৯ সালে। উল্লেখ্য, সামাজিক কাদের জন্য এফসিআরএ রেজিস্ট্রেশন নিয়েছিল অক্সফ্যাম। তবে, অবৈধ প্রক্রিয়ায় তারা আর্থিক প্রক্রিয়া চালাচ্ছিল এমন অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। যার জেরে অক্সফ্যামের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup