Smart gun: বায়োমেট্রিক না দিলে ছোঁড়া যাবে না গুলি! আমেরিকায় এল আধুনিক বন্দুক!

তৈরি হল নয়া স্মার্ট গান‌। অন্তত এমনটাই বলা হচ্ছে এই বিশেষ ধরনের বন্দুককে। আর এমনি এমনি চালানো যাবে না সে বন্দুক। চালাতে গেলে বন্দুক কর্তার বায়োমেট্রিক তথ্য লাগবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বায়োফেয়ার’ সংস্থা এই বন্দুক তৈরি করেছেন। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ, বলে জানা গিয়েছে‌।

আমেরিকায় বন্দুকবাজদের হামলার ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। ঘন ঘন স্কুল, শপিং মলে ও খোলা জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। তাই এবার বিশেষ বায়োমেট্রিক বন্দুক তৈরি হৃ মার্কিন মুলুকে। কী কী বিশেষ বৈশিষ্ট্য থাকছে বায়োমেট্রিক বন্দুকে? কাইয়ের কথায়, ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রেকগনিশন সিস্টেম থাকবে এই নয়া বন্দুকে। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা বন্দুকের হাতলে থাকবে। আর ফেসিয়াল রেকগনিশন সিস্টেম থাকছে বন্দুকের পিছনদিকে।

মার্কিন ক্ষেপনাস্ত্র প্রস্তুতকারী সংস্থা বায়োফায়ারের উদ্যোগেই তৈরি করা হয়েছে এই বিশেষ বন্দুক। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, বায়োফায়ারের প্রতিষ্ঠাতা কাই ক্লোয়েপফারের মাথাতেই এই ভাবনা প্রথম আসে।‌ বর্তমানে ২৬ বছর বয়সি কাই ১৫ বছর বয়স থেকেই এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন।‌ আপাতত এই বিশেষ বন্দুক তৈরির বরাতও নিতে শুরু করেছেন কাই। আগামী বছর থেকে বন্দুকগুলির সরবরাহ শুরু হবে বলেই জানা গিয়েছে। বায়োফেয়ারের প্রতিষ্ঠাতা কাই ব্লুমবার্গকে জানান, তিনি সিলিকন ভ্যালির (আমেরিকার এই স্থান প্রযুক্তির জন্য সারা বিশ্বে বিখ্যাত) কেউ নন‌। তাই সব সমস্যা যে প্রযুক্তি সমাধান করতে পারে, তা তিনি মনে করেন না। তবে তাঁর কথায়, কোনও সমাজরাজনৈতিক সমস্যাকে প্রযুক্তি দিয়ে সমাধান করার ক্ষমতা আমেরিকার রয়েছে। এই বিশ্বাসের কথাই সংবাদমাধ্যমকে জানান কাই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup