Abhishek Banerjee: ‘ফাঁপা বেলুন! হাইকোর্টে ল্যাজে-গোবরে করব’, শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘ফাঁপা বেলুন’ বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি প্রত্যেক বার টুইট করে জানান, বোমা ফাটাবেন, কিন্তু তারপর দেখা যায় কিছুই নেই।

তৃণমূলের জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন-নিবেদন করেছিলেন। একবার নয় চারবার। সিঙ্গুরের একটি সভা থেকে এমনটাই দাবি করেছিলেন শুভেন্দু। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রমাণ দিতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। তার ঠিক পরই টুইট করে শুভেন্দু দাবি করে করে, বৃহস্পতিবার তিনি মমতা-শাহের কথোপকথনের রেকর্ড ছাড়বেন। কিন্তু বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, তাতে আইনি বাধা আছে। একমাত্র মামলা করলেই আদালতের নির্দেশে তা পাওয়া সম্ভব।

পাল্টা সাংবাদিক বৈঠক করে এর জবাব দেন অভিষেক। তিনি বলেন,’উনি টুইট করে বলেন, বোমা ফাটাবেন। আপনারা এক দিন ধরে নাচেন। আর দেখেন কিচ্ছু নেই। ফাঁপা বেলুন। বেলুন খুললে যেমন গ্যাস বেরিয়ে যায়, তেমনটা আর কি।’ তাঁর আরও কটাক্ষ,’বিজেপিতে যোগ দেওয়ার পর হাজার দিন হাজারটা সাংবাদিক বৈঠক করেছেন শুভেন্দু। একটা সাংবাদিক বৈঠক দেখান যেখানে আমাকে উনি গালাগাল করেননি। দেখাতে পারবেন না। হাজার হাজার অভিযোগ করেছেন। একটারও প্রমাণ করতে পারেননি।’

অভিষেক আরও বলেন,’ওঁর কাজ অভিযোগ করা। আর কথায় কথায় মিথ্যা কথা বলা। উনি বলছেন, মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে রাজনীতি ছাড়ব। প্রমাণ করুন। গতকাল বললেন সব আগামী কাল ফাঁস করবেন। আজ বলছেন, আমি চাইছি হাইকোর্টে মামলা হোক। হাইকোর্ট নির্দেশ দিলে সব ফাঁস করব।’

অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হাই কোর্টে মামলা হবেই, ল্যাজে-গোবরে করব। কেউ বাঁচাতে পারবেন না।’