Abhishek Banerjee: ২ মাস ‘কলকাতা ফিরবেন না’ অভিষেক! তা হলে পঞ্চায়েত ভোট কবে?

পঞ্চায়েত ভোট কবে? কিছুদিন আগে যে ভাবে এপ্রিল মাসের মধ্যে দুয়ারের সরকারের সমস্ত প্রকল্পের কাজ গুছিয়ে ফেলতে বলা হল নবান্ন থেকে, তাতে মনে হচ্ছিল, মে মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে পঞ্চায়েত ভোট করতে চাইছে রাজ্য সরকার। কিন্তু এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু’মাস ধরে সংযোগ যাত্রার ঘোষণা করলেন। তাতে মনে হয় জুলাইয়ে আগে পঞ্চায়েত ভোট হবার সম্ভাবনা কম।

২৫ এপ্রিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচি শুরু হচ্ছে। সংযোগ যাত্রায় বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা করা হবে। গ্রামের মধ্যেই ক্যাম্প করে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ব্যক্তিগত ভাবে কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে।

উত্তরবঙ্গ থেকে এই র্কমসূচি শুরু হবে। যে উত্তরবঙ্গে অনেকটাই শক্তি ধরে রাখতে পেরেছে বিজেপি। ২৫ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কোচবিহারে থাকবেন অভিষেক। দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ-সহ কোচবিহারের ১৮৬ টিগ্রাম পঞ্চায়েতের সভাপতি, বুথ সভাপতি, যুব ও মহিলা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তৃণমূল সুত্রে খবর, সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নিয়েও আলোচনা করতে পারেন তিনি। এই ভাবে রাজ্য জুড়ে চলবে দু’মাস ব্যাপী তাঁর কর্মসূচি।

নিয়ম মাফিক ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের মেয়াদ পাঁচ বছর। তার পরও যদি পঞ্চায়েতে বোর্ড গঠন করা না যায় তবে প্রশাসক নিয়োগ করা হয়। তবে তা তিন মাসের জন্য করা যেতে পারে। এর আগে ২০১৮ সালের মে মাসে পঞ্চায়েত ভোট হয়েছিল। কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত বোর্ড একই দিনে গঠন করা হয়নি। ফলে কোনও কোনও বোর্ডের কার্যভার গ্রহণের শেষ হতে মেয়াদ সেপ্টেম্বরও হয়ে যেতে পারে। তবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে।

২৫ এপ্রিল থেকে যদি অভিষেকের কর্মসূচির শুরু হয় তবে তা শেষ হওয়ার কথা জুনের ২৫-এ। নিশ্চিত ভাবে এর মধ্যে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট ঘোষণা করবে না। তা করতে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ হতে পারে বলে মনে করা হচ্ছে।