Buxa Tiger Reserve: বাঘের বসবাসের জন্য কতটা উপযুক্ত বক্সা? খতিয়ে দেখবে নীতি নির্ধারক কমিটি

উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য বক্সা। এই বনাঞ্চলে গত কয়েক বছর ধরে বাইরে থেকে বাঘ আনার কথা চলছে। এই বনাঞ্চল বাঘের বসবাসের জন্য কতটা উপযুক্ত বা অন্য রাজ্য থেকে বাঘ এনে ছেড়ে দেওয়ার জন্য এই জঙ্গল কতটা প্রস্তুত? সে বিষয়টি জানার উপর জোর দিচ্ছে বনবিভাগ। এর জন্য আগামী মাসে বক্সা ব্যাঘ্র প্রকল্পে আসতে চলেছে বাঘ নিয়ে নীতি নির্ধারক কমিটি। এই প্রতিনিধি দলে রয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং গ্লোবাল টাইগার ফোরামের শীর্ষকর্তারা। ইতিমধ্যেই এনিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ব্যাঘ্র প্রকল্পের কর্তারা।

প্রসঙ্গত, বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের অস্তিত্ব ধরা পড়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসে। জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখা গিয়েছিল। তার আগে শেষবার এই জঙ্গলে বাঘের ছবি দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। তবে মাঝে দীর্ঘ সময় বাঘের এমন ছবি সরাসরি পাওয়া যায়নি। বন আধিকারিকরা বিভিন্ন সময়ে দাবি করেছিলেন বক্সার জঙ্গলে বাঘ রয়েছে।

২০১৪ সালে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বক্সার জঙ্গলে একটি সমীক্ষা চালায়। তাতে দেখা যায়, সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়, জঙ্গলের তিনটি বাঘ রয়েছে। কিন্তু, ২০১৮ সালে একটি সমীক্ষায় বাঘের সংখ্যা শূন্য বলে দাবি করা হয়। এ বছরও বক্সার জঙ্গলে সমীক্ষা করেছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। তবে এবার বক্সায় বাঘ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা।

প্রসঙ্গত, প্রথমে ঠিক হয়েছিল অন্য রাজ্য থেকে বাঘ আনা হবে। পরে অসম থেকে বক্সার জঙ্গলে বাঘ আনার পরিকল্পনা করা হয়। এই জঙ্গলকে বাঘের বসবাসের উপযুক্ত করে তোলার জন্য ইতিমধ্যেই সেখানে কয়েকশো হরিণ ছাড়া হয়েছে। এছাড়াও জঙ্গলের কাছে যে সমস্ত আবাসন গড়ে উঠেছে সেগুলি সরানোর বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় জানিয়েছেন, ‘ওই নীতি-নির্ধারক দল বক্সায় কবে আসবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মে মাসে দলটি আসার সম্ভাবনা রয়েছে।’ দলে এনটিসিএ ও গ্লোবাল টাইগার ফোরামের প্রতিনিধিরা থাকবেন বলে তিনি জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup