Eid 2023 Moon Sighting: কবে হচ্ছে ইদ, সৌদিতে কি দেখা গেল চাঁদ? উত্তরের অপেক্ষায় গোটা দুনিয়া

পূর্বাভাস ছিল বৃহস্পতিবারে দেখা যেতে পারে খুশির ইদের চাঁদ। আর তাহলেই সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে খুশির ইদ পালনের দিনক্ষণ। কিন্তু ভারতীয় সময়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বহু জায়গাতেই চাঁদ দেখা যায়নি। এই তালিকায় প্রথমেই রয়েছে মালয়েশিয়া। তাই সেই দেশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার পালন হচ্ছে না ইদ। শনিবার সেখানে পালন করা হবে ইদ উল ফিতর। 

আজ কি সৌদি আরবে চাঁদ দেখা যাবে?

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চাঁদ দেখার চেষ্টা করলেও আজ বৃহস্পতিবার সম্ভবত সেই সৌভাগ্য হবে না সৌদি আরবের। সেক্ষেত্রে আরও একদিন বাড়ছে পবিত্র রমজান মাসের মেয়াদ। রোজা চলবে আরও একদিন। শনিবার সেক্ষেত্রে পালিত হতে পারে খুশির ইদ (Eid 2023)। 

ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবে ইদ হবে?

এর পরেই প্রশ্ন উঠেছে, সৌদি আরবে যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে ভারত, বাংলাদেশ,পাকিস্তানে কবে হবে খুশির ইদ? সাধারণত সৌদি আরবের এক দিন পরে এই সব দেশের বেশির ভাগ অংশে ইদের চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবে চাঁদ দেখা যাবে, সেটি শুক্রবার নাকি শনিবার— তা নিয়ে সন্দেহ রয়েছে।

কোথায় কোথায় ইদের দিন ঘোষণা হল?

ইতিমধ্যেই মালয়েশিয়া আর সিঙ্গাপুরে কবে হবে ইদ, তা জানিয়ে দেওয়া হয়েছে। এই দুই জায়গাতেই ২২ এপ্রিল অর্থাৎ শনিবার পালিত হতে চলেছে খুশির ইদ। এছাড়া মরোক্কোতেও শনিবারেই পালিত হচ্ছে ইদ উল ফিতর। দিল্লির স্কুলেও শনিবার ইদের ছুটি ঘোষণা প্রায় নিশ্চিত। যদিও এখনও পুরোটাই নির্ভর করছে চাঁদ দেখার উপরে।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup